১৩ আগস্ট ২০২৫, বুধবার, ১২:৫১ অপরাহ্ন
ভৈরবে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরামর্শক কমিটির সদস্য মো. জাকির হোসেন, অধ্যক্ষ মো. শহীদুল্লাহ, ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব ও পরামর্শক কমিটির সদস্য সোহেলুর রহমান সোহেল, পরামর্শক কমিটির সদস্য হুমায়ুন কবির, মাহিন সিদ্দিকী ও প্রধান শিক্ষক মোক্তার হোসেন প্রমুখ।
বক্তারা জানান, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ভৈরবের মধ্যে বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় ২য় স্থান অর্জন করেছে। এ বিদ্যালয় থেকে মোট ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আগামী বছর আরও ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।
পরে ফারুক কফি হাউজের সৌজন্যে জিপিএ-৫ প্রাপ্ত ৯ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
প্রিন্ট