ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ফরিদপুরে চেয়ারম্যানের শেল্টারে চায়না দুয়ারি জালের কারখানার রমরমা ব্যবসা, প্রশাসনের অভিযানে নিয়ন্ত্রণহীন অবস্থা Logo রয়টার্সের প্রতিবেদন বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে আদানি গ্রুপ Logo টানা কমছে দেশের রপ্তানি আয়, সামনে আরও কমার আশঙ্কা Logo বিএনপির ফাঁকা রাখা ৬৩ আসনে অগ্রাধিকার পাবেন যারা Logo আরপিও সংশোধন অধ্যাদেশ জারি জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে Logo আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ৬ দলিল লেখক বরখাস্ত Logo সাভারে ট্রলি ভ্যানের ব্রেক ফেল আয়ারল্যান্ডের ওপরে এসে গতিবিধি নিয়ন্ত্রণ Logo তৌহিদুল ইসলাম এর বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ Logo ৪৮ তম বিসিএস পরীক্ষায় উওীর্ণদের নিয়োগ এর দাবি তে মানববন্ধন Logo বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার পদত্যাগ করেন

কাশিমপুরে নারী ও শিশু নির্যাতন ও হত্যাচেষ্টা মামলায় তিন আসামি গ্রেফতার

গাজীপুর মহানগরের কাশিমপুরে নারী ও শিশু নির্যাতন দমন ও হত্যাচেষ্টা মামলার পৃথক দুই ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথম ঘটনাটি ঘটেছে কাশিমপুর থানার লতিফপুর এলাকায়। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২৫) এর ৯(খ) ধারায় এবং পেনাল কোডের ৩৪২/৩১৩/৫০৬ ধারায় দায়ের হওয়া মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন — মোঃ সাব্বির আহম্মেদ (৩০), পিতা-সাহাবুদ্দিন ও তার বাবা সাহাবুদ্দিন (৬২), পিতা-মৃত উজির আলী। তারা উভয়েই কাশিমপুর থানাধীন লতিফপুর (বুনিয়ান ফ্যাক্টরির পাশে) এলাকার বাসিন্দা।

এ মামলার তদন্ত কর্মকর্তা কাশিমপুর থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ ফারুক হোসেন জানান, মামলার তদন্তকালে এ দুইজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়া গেলে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অন্যদিকে, ২০২৪ সালের ১৩ অক্টোবর দায়ের হওয়া আরও একটি মামলায় এনায়েতপুর সবুজ কানন এলাকার এসএম তামজীর হাসান মিঠু (২৬), পিতা-শামীম আক্তার বাবু, মাতা-মুক্তা বেগমকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় এফআইআর নং-৮ এবং জি আর নং-১৯৬ অনুযায়ী, তার বিরুদ্ধে পেনাল কোডের ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/১০৯/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, আসামি দলবদ্ধ হয়ে মারধর ও হত্যাচেষ্টা চালিয়েছে।

গ্রেফতারকৃত তিন আসামিকেই শনিবার রাত ও রবিবার ভোরে পৃথকভাবে গ্রেফতার করে কাশিমপুর থানা পুলিশ। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মনির জানান, নারী ও শিশু নির্যাতন ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হেফাজতে প্রেরণ করা হয়েছে ।


প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে চেয়ারম্যানের শেল্টারে চায়না দুয়ারি জালের কারখানার রমরমা ব্যবসা, প্রশাসনের অভিযানে নিয়ন্ত্রণহীন অবস্থা

কাশিমপুরে নারী ও শিশু নির্যাতন ও হত্যাচেষ্টা মামলায় তিন আসামি গ্রেফতার

আপডেট সময় ১০:৩০:০০ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

গাজীপুর মহানগরের কাশিমপুরে নারী ও শিশু নির্যাতন দমন ও হত্যাচেষ্টা মামলার পৃথক দুই ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথম ঘটনাটি ঘটেছে কাশিমপুর থানার লতিফপুর এলাকায়। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২৫) এর ৯(খ) ধারায় এবং পেনাল কোডের ৩৪২/৩১৩/৫০৬ ধারায় দায়ের হওয়া মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন — মোঃ সাব্বির আহম্মেদ (৩০), পিতা-সাহাবুদ্দিন ও তার বাবা সাহাবুদ্দিন (৬২), পিতা-মৃত উজির আলী। তারা উভয়েই কাশিমপুর থানাধীন লতিফপুর (বুনিয়ান ফ্যাক্টরির পাশে) এলাকার বাসিন্দা।

এ মামলার তদন্ত কর্মকর্তা কাশিমপুর থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ ফারুক হোসেন জানান, মামলার তদন্তকালে এ দুইজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়া গেলে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অন্যদিকে, ২০২৪ সালের ১৩ অক্টোবর দায়ের হওয়া আরও একটি মামলায় এনায়েতপুর সবুজ কানন এলাকার এসএম তামজীর হাসান মিঠু (২৬), পিতা-শামীম আক্তার বাবু, মাতা-মুক্তা বেগমকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় এফআইআর নং-৮ এবং জি আর নং-১৯৬ অনুযায়ী, তার বিরুদ্ধে পেনাল কোডের ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/১০৯/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, আসামি দলবদ্ধ হয়ে মারধর ও হত্যাচেষ্টা চালিয়েছে।

গ্রেফতারকৃত তিন আসামিকেই শনিবার রাত ও রবিবার ভোরে পৃথকভাবে গ্রেফতার করে কাশিমপুর থানা পুলিশ। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মনির জানান, নারী ও শিশু নির্যাতন ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হেফাজতে প্রেরণ করা হয়েছে ।


প্রিন্ট