বাঘা উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
- আপডেট টাইম : ১০:২৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
- / ৫৯ ৫০০০.০ বার পাঠক
সোমবার (২৬ আগস্ট) রাজশাহীর বাঘা উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, উল্লেখ্য বাঘা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ডা আব্দুল গফুর প্রামানিক এর মৃত্যু ও প্রেস ক্লাবের কমিটির মেয়াদ শেষ হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।
উক্ত সভায় দৈনিক যায়যায়দিন ও নতুন প্রভাত এর বাঘা উপজেলা প্রতিনিধি এস এম নাজিম উদ্দিন কে আহ্বায়ক ও দৈনিক ভোরের পাতার বাঘা উপজেলা প্রতিনিধি তুষার ইমরান কে সদস্য সচিব করে উপস্থিত সকলের সম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অপর সদস্যরা হলেন দৈনিক বাংলাদেশ সমাচার এর সিনিয়র রিপোর্টার আবুল হাশেম, আব্দুল মান্নান(দৈনিক দেশ প্রতিদিন), মো রবিউল ইসলাম (দৈনিক বাংলাদেশ দিনকাল), মুজাহিদুল ইসলাম
(দৈনিক সময়ের কণ্ঠ), কামরুল ইসলাম ( লালপুর বার্তা) এছাড়াও আরো অনেক
সাংবাদিক উপস্থিত ছিলেন।
এই আহবায়ক কমিটি আগামী তিন মাস (৯০ দিন) এর মধ্যে যথাযথ নিয়ম প্রতিপালন করে নতুন সদস্যপদ প্রদানের উদ্যোগ নেবেন বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।