বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা, আহত ও অপহরণ মামলার আসামির টাঙ্গাইল প্রেসক্লাবে প্রকাশ্যে সংবাদ সম্মেলন আগামীকাল

- আপডেট টাইম : ০১:৪৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / ৫ ৫০০০.০ বার পাঠক
গত জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত, আহত সহ মামলার আসামি ও অপহরণ মামলার আসামি জামিনে মুক্তি না পেয়েও প্রকাশ্যে আগামীকাল ১৮মার্চ মঙ্গলবার সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবেন বলে টাঙ্গাইল প্রেসক্লাব সম্পাদক কাজী জাকেরুল মওলা বিষয় টি প্রেসক্লাব সদস্য ও সকল সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।
প্রেসক্লাব সম্পাদক জাকেরুল মওলার উক্ত আহবান পত্র সুত্রে জানা যায়, টাঙ্গাইলের জাপা নেতা আলহাজ্ব মোজাম্মেল হক এর ক্রয়কৃত জমির বেদখল সংক্রান্ত সংবাদ সম্মেলন করবেন তিনি।
উল্লেখ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত বিপ্লব হত্যা মামলার আসামি এই জাপা নেতা মোজাম্মেল হক ও তার দুই পুত্র।
এছাড়া, এরা গত ৪আগস্ট টাঙ্গাইলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের উপর হামলার পরিকল্পনাকারী আসামি।
সম্প্রতি ২৮জানুয়ারী উপরোক্ত ২টি মামলার বাদী লাবু মিয়াকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে হাত-পা ভেঙ্গে জামুর্কি মহাসড়কের পাশে ফেলে রাখার মাস্টারমাইন্ড ও আক্রমণ করে পঙ্গু করে দেওয়া হয়েছে।
তিনটি মামলার আসামি জামিনে মুক্তি না পেয়েও কিভাবে টাঙ্গাইল প্রেসক্লাবে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করবে তা অস্বাভাবিক।
মোজাম্মেল গং জামিনে মুক্তির তোয়াক্কা না করে জমির মালিকানা নিয়ে ব্যস্ততা ও টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি/সম্পাদক তাদেরকে মামলার আসামি জেনেও প্রকাশ্যে সংবাদ সম্মেলন করার অনুমতি দিয়েছেন।