লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যডহক কমিটির সদস্য জয়নাল আবেদীন ফিরোজের ব্যক্তিগত পরিচয় ও তার বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার

- আপডেট টাইম : ০৮:৩৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / ৫ ৫০০০.০ বার পাঠক
জয়নাল আবেদীন ফিরোজ তিনি লক্ষীপুর সদর উপজেলার, ০৪ নং চররুহিতা ইউনিয়নের বসিন্দা। তিনি ২০০৮ সালে অনূর্ধ্ব ১৪ এবং ২০১০ সালে লক্ষীপুর জেলায় অনূর্ধ্ব ১৬ টিমের খেলোয়াড় হয়ে বিভিন্ন জেলায় খেলার গৌরব অর্জন করেন। এছাড়াও তিনি লক্ষ্মীপুরে অনুষ্ঠিত প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেটলীগে একাদিকবার অংশগ্রহণ করেন। ২০১৭ এবং ২০১৮ অনুষ্ঠিত লক্ষ্মীপুর হাসপাতাল রোড ক্রীড়া সংঘের অধিনায়ক হিসেবে প্রথম বিভাগ ক্রিকেটলীগে খেলার গৌরব অর্জন করেন। এবং লক্ষ্মীপুরের লিজেন্ড ক্রিকেটারদের সংগঠন লক্ষ্মীপুর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবেও আছেন । তিনি একজন ক্রীড়া সংগঠক হিসেবে বেশ পরিচিত। প্রতিষ্ঠা করেছেন একাধিক ক্রীড়া ও সামাজিক সংগঠন।বর্তমানে তিনি লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী সরকারি রেজিস্ট্রেশনকৃত ক্রিকেট ক্লাব ইলেভেন স্টার ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।উল্লেখ্য যে, ব্যক্তিগত ক্যরিয়ারে জয়নাল আবেদীন ফিরোজ লক্ষীপুরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ লক্ষ্মীপুর সরকারি কলেজ সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। জয়নাল আবেদীন ফিরোজকে নবগঠিত এ্যডহক কমিটিতে ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি ও সাবেক ক্রিকেটার হিসেবে এ্যডহক কমিটির সদস্য মনোনীত করায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নেটিজেনদের মধ্যে ব্যাপক উৎস উদ্দীপনা বিরাজ করছে। সবাই আশা করছেন আগামী দিনে লক্ষ্মীপুর জেলা ক্রীড়াঙ্গনে অনেক ভালো ভূমিকা রাখবেন তিনি।