ঢাকাস্থ ফুলবাড়ী সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

- আপডেট টাইম : ০৩:১১:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / ৭ ৫০০০.০ বার পাঠক
ঢাকায় কর্মরত দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মানুষদের নিয়ে গঠিত ঢাকাস্থ ফুলবাড়ী সমিতির নবনির্বাচিত কমিটির উদ্যোগে ফুলবাড়ীর ৩ শতাধিক অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ রোববার দুপুর ২টায় সুজাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে এবং বিকেল ৩টায় বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই পর্বে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ ফুলবাড়ী সমিতির নব নির্বাচিত কমিটির
সভাপতি নিউরো সার্জন প্রফেসর ডা. রেজাউল আলম, সাধারণ সম্পাদক এ এস এম জাফর সাদিক সোহেল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ দ্বীপ, কোষাধক্ষ্য মাহবুবুর রহমান হীরা, সদস্য ডা. মাহফুজুর রহমান, সদস্য ডা. আরিফ চৌধুরী।
এসময় ফুলবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শিবলী সাদিক, সাবেক ছাত্রনেতা বেলাল উদ্দিন ডেবিট, মুস্তাফিজুর রহমান ফিজার, ছাত্রনেতা মেরাজুল ইসলাম মুন্না, সাগর ইসলাম, রাফসান সাদিক, রুবাইয়াত সাদিক সহ স্থানীয় যুবকরা সহযোগিতা করেন।