মাগুরা জেলার মহম্মদপুর আইডিয়াল একাডেমীতে আজ ১লা ডিসেম্বর ২০২৫ এক প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ক্লাস পার্টি। সারাবছরের পড়াশোনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উদযাপন করতে আয়োজিত এই ক্লাস পার্টি শিক্ষার্থী–অভিভাবক–শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক আবু নাঈম এবং অতিথি হিসেবে যোগ দেন রিয়াজুল ইসলাম, প্রধান শিক্ষক, বসুরধুলজোড়া মাধ্যমিক বিদ্যালয়; ডা. বাবুল আহমেদ; বিশিষ্ট সমাজসেবক জিয়াউল হক বাচ্চু এবং মাগুরা রিপোর্টার্স ইউনিটি মোহাম্মদপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আজগার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন একাডেমীর শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবকরা।
অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য পরিশ্রম, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ক্লাস পার্টির মতো অনুষ্ঠান শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, আন্তঃসম্পর্ক ও সৃজনশীলতাকে আরও বৃদ্ধি করে।
ক্লাস পার্টিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা, গল্প বলা এবং রঙিন উৎসব। অভিভাবকরাও সন্তানদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটিয়ে সন্তোষ প্রকাশ করেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন একাডেমীর শিক্ষকবৃন্দ। শেষে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ ও শুভকামনা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মহম্মদপুর আইডিয়াল একাডেমীর এই ক্লাস পার্টি শিক্ষার্থী ও অভিভাবকদের মনে রেখে গেলো একটি স্মরণীয় দিন
প্রিন্ট
এস এম আজগার আলী,মহম্মদপুর (মাগুরা)প্রতিনিধি ঃ 




















