আশুলিয়ায় বাইপাইল এলাকার সম্ভর পাম্পের সামনে শ্রমিকবাহি একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় আগুনে বাসটি পিছনের অংশের অনেকগুলো সিট পড়ে যায়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে আশুলিয়ায় নবীনগর চন্দ্রা সড়কের বাইপাইল এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও বাসটির চালক জানান, মঙ্গলবার বিকেল চারটার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে সীমা সিমলা এন্টারপ্রাইজের বাসটি নিয়ে ইপিজেডে শ্রমিক আনার জন্য যাচ্ছিল। বাইপাইল এলাকা পৌঁছানো কিছুক্ষণ পরেই চালক দেখতে পায় গাড়ির পিছনে সিট থেকে আগুনের ধোঁয়া দেখতে পায়। অল্প সময়ের মধ্যেই আগুন লেগে যায়। আশেপাশের লোকজন এগিয়ে এসে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন দেখতে পেয়ে নিজস্ব উদ্যোগে দ্রুত পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে আমরা আগুনের খবর পাই। এরপর দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই আশপাশের লোকজন অল্প সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেলেন।
প্রিন্ট
মো: রাইহান ইসলাম সাভার প্রতিনিধি। 




















