ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আশুগঞ্জে পুলিশের বড় সাফল্য সাড়ে ৩৪ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ আটক ২ মাদক কারবারি Logo চেইন চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা Logo ভোটের গাড়ির যাত্রা শুরুর উদ্বোধনে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা নির্বাচনে ভয় থাকবে না, থাকবে নির্ভীক মত প্রকাশ Logo যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে: প্রধান উপদেষ্টা Logo এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি Logo একের পর হামলা-হত্যাকাণ্ড, প্রশাসন ‘নির্লিপ্ত’ কেন? Logo নাহিদ হাসনাতসহ গানম্যান পেলেন যারা Logo বারকোনা একতা ক্রীড়া সংঘ এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত Logo হাদিকে গুলি করে হত্যা: ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা Logo হাদি হত্যা: ফয়সালদের ব্যাংকে ১২৭ কোটি টাকা লেনদেন

সিএমপি’র ডিবি (পশ্চিম) কর্তৃক চাঞ্চল্যকর “ক্লুলেস” হাসান তারেক হত্যা মামলার রহস্য উম্মোচন, মূল পরিকল্পনা ও সরাসরি হত্যাকান্ডে জড়িত ১৮ (আঠরো) মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলাউদ্দীন প্রকাশ আলো (৪১) গ্রেফতার প্রসঙ্গে

গত ১০/১১/২০২৫ খ্রিঃ সিএমপি ডিবি (পশ্চিম) এর একটি অভিযানিক দল সিএমপির চকবাজার থানাধীন দামপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পাহাড়তলী থানার মামলা নং-১২ তারিখঃ ১৩/১০/২০২৪, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড এর ভিকটিম হাসান তারেক (৩৯) এর “ক্লুলেস” হাসান তারেক হত্যা মামলার রহস্য উম্মোচন, মূল পরিকল্পনা ও সরাসরি হত্যাকান্ডে জড়িত আসামী মোহাম্মদ আলাউদ্দীন প্রকাশ আলো (৪১), পিতা-হাজী তোফায়েল আহমেদ, মাতা-জাহানাজ বেগম, সাং-মাসিমপুর (নুরুল ইসলাম মুন্সী বাড়ী), থানা-সুধারাম, জেলা-নোয়াখালী বর্তমান সাং-৩৬১/এ, মোঃ নাইমুল আলমের বাসা (২য় তলা) এমএমআলী রোড, দামপাড়া, থানা-চকবাজার, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন। আসামীকে জিজ্ঞাসাবাদে জানান যে, ধৃত আসামী একজন মাদক ব্যবসায়ী। ভিকটিম হাসান তারেক গত ১০/০১/২০২৪ ইং তারিখে আসামীদের একটি মাদকের চালান পুলিশের নিকট ধরিয়ে দেন। মাদকের চালানের মালিক ছিলেন শওকত আকবর, আলাউদ্দিন আলো এবং মোর্শেদ আলম প্রকাশ সোহেল। মাদক সহ আলাউদ্দিন এবং মোর্শেদ আলম প্রকাশ সোহেল গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলহাজতে থেকে বিজ্ঞ আদালত হতে জামিন পেয়ে ভিকটিম হাসান তারেককে হত্যার পরিকল্পনা করে। ঘটনার ১৫/২০ দিন পূর্বে আলাউদ্দিন, শওকত এবং মোর্শেদ চট্টগ্রামের জামালখানস্থ একটি গলিতে বসে হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী ধৃত আলাউদ্দিন প্রকাশ আলো তার অপর সহযোগী মোর্শেদ ও শওকত ঘটনার দিন ১১/১০/২০২৪ ইং সময় রাত অনুমান ১০.৩০ ঘটিকায় দিকে কাজীর দেউড়ী এলাকায় থাকা কালে তার শ্যালক সাকিব এবং অপর আসামী মোঃ ইকবাল হোসেন বাবু হাটহাজারী এলাকা হতে একটি গ্রাম সিএনজি নিয়ে কাজীর দেউড়ী এলাকায় আসলে আলাউদ্দিন ও শওকত এগিয়ে গিয়ে তাদের সাথে কথা বলেন এবং পরিকল্পনা অনুযায়ী আসামী শওকত হত্যাকান্ডে খরচের জন্য ২০,০০০/-(বিশ হাজার) টাকা ধৃত আলাউদ্দিন প্রকাশ আলোর হাতে দেন। সকল আসামী পূর্ব পরিকল্পনা অনুযায়ী সিএনজিতে উঠে গরীবউল্লাহ শাহ (রাঃ) মাজারের সেজুতি ট্রাভেলস এর কাউন্টারে সামনে গেলে শওকত সিএনজি থেকে নেমে ভিকটিম হাসান তারেককে সিএনজিতে তুলে দেয়। সিএনজি বায়েজীদ লিংক রোডের নির্জন স্থানে গেলে আসামীরা সিএনজি থেকে নেমে পাহাড়ের আড়ালে গিয়ে আসামী মোর্শেদ ও সাকিব প্রথমে নাইলনের রশি দিয়ে পিছ মোড়া করে ভিকটিম তারেকের হাত বেধে ফেলে। পরে নাইলনের রশি তারেকের গলায় পেঁচিয়ে দুই পাশ থেকে দুই জনে টান দিলে অনুমান ২০ মিনিটের মধ্যে তারেক মারা যায়। তারেকের মৃত্যু নিশ্চিত হওয়ার পর আলাউদ্দিন প্রকাশ আলোসহ অন্যান্য আসামীগণ ভিকটিম তারেকের লাশ পুনরায় সিএনজিতে নিয়ে সিটিগেইট থেকে ঘুরে কালু শাহ মাজার হয়ে সি-বীচ এর রাস্তায় গিয়ে পাহাড়তলী থানাধীন খেজুরতলী রাসমনি ঘাট সংলগ্ন এলাকায় লিংক রোডের পশ্চিম পাশে রানীপুকুরপাড় এলাকায় ফেলে দেয়। লাশ ফেলে দেওয়ার পরে আসামী আলাউদ্দিন প্রকাশ আলোসহ অন্যান্য আসামীরা সিএনজি নিয়ে পাহাড়তলী থানার সামনে দিয়ে ওয়াসাস্থ কুটুম বাড়ির রেস্টুরেন্টে গিয়ে রাতের খাওয়া দাওয়া করে। খাওয়া শেষে বাইরে এসে আলাউদ্দিন প্রকাশ আলো আসামী শওকত হতে প্রাপ্ত ২০,০০০/-(বিশ হাজার) টাকা হতে মোর্শেদকে ৫ হাজার, সাকিবকে ২ হাজার, ইকবাল প্রকাশ বাবুকে ২ হাজার এবং সিএনজি ড্রাইভারকে ২ হাজার টাকা দেন। টাকা পেয়ে আসামীগণ সবাই যার যার মত করে বাসায় চলে যায়। সাকিব (২২) ও ইকবাল হোসেন মোবু (১৯) ‘দ্বয় সিএনজি যোগে হাটহাজারী চলে যায়। আসামী মোঃ আলাউদ্দিন প্রকাশ আলো (৪১)’কে গ্রেফতার করার সময় তার হেফাজত হতে ১২ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য Codeine Phosphate & Tripolidine Hydrochloride Syrup ESKuf উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় হত্যা, চুরি ও মাদক আইনের সর্বমোট ১৮ (আঠার)টি মামলা রয়েছে।


প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে পুলিশের বড় সাফল্য সাড়ে ৩৪ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ আটক ২ মাদক কারবারি

সিএমপি’র ডিবি (পশ্চিম) কর্তৃক চাঞ্চল্যকর “ক্লুলেস” হাসান তারেক হত্যা মামলার রহস্য উম্মোচন, মূল পরিকল্পনা ও সরাসরি হত্যাকান্ডে জড়িত ১৮ (আঠরো) মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলাউদ্দীন প্রকাশ আলো (৪১) গ্রেফতার প্রসঙ্গে

আপডেট সময় ০৭:৪৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

গত ১০/১১/২০২৫ খ্রিঃ সিএমপি ডিবি (পশ্চিম) এর একটি অভিযানিক দল সিএমপির চকবাজার থানাধীন দামপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পাহাড়তলী থানার মামলা নং-১২ তারিখঃ ১৩/১০/২০২৪, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড এর ভিকটিম হাসান তারেক (৩৯) এর “ক্লুলেস” হাসান তারেক হত্যা মামলার রহস্য উম্মোচন, মূল পরিকল্পনা ও সরাসরি হত্যাকান্ডে জড়িত আসামী মোহাম্মদ আলাউদ্দীন প্রকাশ আলো (৪১), পিতা-হাজী তোফায়েল আহমেদ, মাতা-জাহানাজ বেগম, সাং-মাসিমপুর (নুরুল ইসলাম মুন্সী বাড়ী), থানা-সুধারাম, জেলা-নোয়াখালী বর্তমান সাং-৩৬১/এ, মোঃ নাইমুল আলমের বাসা (২য় তলা) এমএমআলী রোড, দামপাড়া, থানা-চকবাজার, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন। আসামীকে জিজ্ঞাসাবাদে জানান যে, ধৃত আসামী একজন মাদক ব্যবসায়ী। ভিকটিম হাসান তারেক গত ১০/০১/২০২৪ ইং তারিখে আসামীদের একটি মাদকের চালান পুলিশের নিকট ধরিয়ে দেন। মাদকের চালানের মালিক ছিলেন শওকত আকবর, আলাউদ্দিন আলো এবং মোর্শেদ আলম প্রকাশ সোহেল। মাদক সহ আলাউদ্দিন এবং মোর্শেদ আলম প্রকাশ সোহেল গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলহাজতে থেকে বিজ্ঞ আদালত হতে জামিন পেয়ে ভিকটিম হাসান তারেককে হত্যার পরিকল্পনা করে। ঘটনার ১৫/২০ দিন পূর্বে আলাউদ্দিন, শওকত এবং মোর্শেদ চট্টগ্রামের জামালখানস্থ একটি গলিতে বসে হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী ধৃত আলাউদ্দিন প্রকাশ আলো তার অপর সহযোগী মোর্শেদ ও শওকত ঘটনার দিন ১১/১০/২০২৪ ইং সময় রাত অনুমান ১০.৩০ ঘটিকায় দিকে কাজীর দেউড়ী এলাকায় থাকা কালে তার শ্যালক সাকিব এবং অপর আসামী মোঃ ইকবাল হোসেন বাবু হাটহাজারী এলাকা হতে একটি গ্রাম সিএনজি নিয়ে কাজীর দেউড়ী এলাকায় আসলে আলাউদ্দিন ও শওকত এগিয়ে গিয়ে তাদের সাথে কথা বলেন এবং পরিকল্পনা অনুযায়ী আসামী শওকত হত্যাকান্ডে খরচের জন্য ২০,০০০/-(বিশ হাজার) টাকা ধৃত আলাউদ্দিন প্রকাশ আলোর হাতে দেন। সকল আসামী পূর্ব পরিকল্পনা অনুযায়ী সিএনজিতে উঠে গরীবউল্লাহ শাহ (রাঃ) মাজারের সেজুতি ট্রাভেলস এর কাউন্টারে সামনে গেলে শওকত সিএনজি থেকে নেমে ভিকটিম হাসান তারেককে সিএনজিতে তুলে দেয়। সিএনজি বায়েজীদ লিংক রোডের নির্জন স্থানে গেলে আসামীরা সিএনজি থেকে নেমে পাহাড়ের আড়ালে গিয়ে আসামী মোর্শেদ ও সাকিব প্রথমে নাইলনের রশি দিয়ে পিছ মোড়া করে ভিকটিম তারেকের হাত বেধে ফেলে। পরে নাইলনের রশি তারেকের গলায় পেঁচিয়ে দুই পাশ থেকে দুই জনে টান দিলে অনুমান ২০ মিনিটের মধ্যে তারেক মারা যায়। তারেকের মৃত্যু নিশ্চিত হওয়ার পর আলাউদ্দিন প্রকাশ আলোসহ অন্যান্য আসামীগণ ভিকটিম তারেকের লাশ পুনরায় সিএনজিতে নিয়ে সিটিগেইট থেকে ঘুরে কালু শাহ মাজার হয়ে সি-বীচ এর রাস্তায় গিয়ে পাহাড়তলী থানাধীন খেজুরতলী রাসমনি ঘাট সংলগ্ন এলাকায় লিংক রোডের পশ্চিম পাশে রানীপুকুরপাড় এলাকায় ফেলে দেয়। লাশ ফেলে দেওয়ার পরে আসামী আলাউদ্দিন প্রকাশ আলোসহ অন্যান্য আসামীরা সিএনজি নিয়ে পাহাড়তলী থানার সামনে দিয়ে ওয়াসাস্থ কুটুম বাড়ির রেস্টুরেন্টে গিয়ে রাতের খাওয়া দাওয়া করে। খাওয়া শেষে বাইরে এসে আলাউদ্দিন প্রকাশ আলো আসামী শওকত হতে প্রাপ্ত ২০,০০০/-(বিশ হাজার) টাকা হতে মোর্শেদকে ৫ হাজার, সাকিবকে ২ হাজার, ইকবাল প্রকাশ বাবুকে ২ হাজার এবং সিএনজি ড্রাইভারকে ২ হাজার টাকা দেন। টাকা পেয়ে আসামীগণ সবাই যার যার মত করে বাসায় চলে যায়। সাকিব (২২) ও ইকবাল হোসেন মোবু (১৯) ‘দ্বয় সিএনজি যোগে হাটহাজারী চলে যায়। আসামী মোঃ আলাউদ্দিন প্রকাশ আলো (৪১)’কে গ্রেফতার করার সময় তার হেফাজত হতে ১২ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য Codeine Phosphate & Tripolidine Hydrochloride Syrup ESKuf উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় হত্যা, চুরি ও মাদক আইনের সর্বমোট ১৮ (আঠার)টি মামলা রয়েছে।


প্রিন্ট