ঢাকার ধামরাইয়ে ৩৫পিস ইয়াবাসহ মোঃ জাকির হোসেন সানী (৩৭) নামের একমাদক কারবারীকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
রবিবার (৯ নভেম্বর) বেলা ১১টায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার (৮নভেম্বর) রাতে ধামরাই উপজেলার সোমবাগ ইউনিয়নের জয়পুরা বাজার থেকে তাকে ৩৫ পিস ইয়াবাসহ আটক করেন পুলিশ।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জিয়াউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সানী দীর্ঘদিন মাদক কারবারির সাথে জড়িত। আটক মোঃ জাকির হোসেন সানী কুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আজাহার আলীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার জয়পুরা এলাকায় জাকির হোসেন সানী ইয়াবা বিক্রি করতেছে। দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে জযপুরা এলাকায় অভিযান চালিয়ে ৩০পিস ইয়াবাসহ জাকির হোসেন সানীকে আটক করে থানায় নিয়ে আসি।
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদে জানতে পারি রাতে জয়পুরা বাজারে মাদক বিক্রি করতেছে জাকির হোসেন সানী। দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে এসআই জিয়াউর রহমান জয়পুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেন সানীকে ৩০পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক কারবারীর বিরুদ্ধে ধামরাই থানায় মাদক নিয়তন্ত্র আইনে মামলা হয়েছে। আজ রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রিন্ট
ধামরাই ঢাকা প্রতিনিধিঃমোঃ ওবাইদুল খান 




















