ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ডা: শাখায়াত হাসান জীবন আজমিরীগঞ্জ বানিয়াচংয়ে উচ্ছ্বাস Logo পটুয়াখালী-২ আসনে এনসিপি-জামায়াতে উচ্ছ্বাস, বিএনপিতে বিষাদ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাড. নিতাই রায় চৌধুরী Logo ফরিদপুরে চেয়ারম্যানের শেল্টারে চায়না দুয়ারি জালের কারখানার রমরমা ব্যবসা, প্রশাসনের অভিযানে নিয়ন্ত্রণহীন অবস্থা Logo রয়টার্সের প্রতিবেদন বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে আদানি গ্রুপ Logo টানা কমছে দেশের রপ্তানি আয়, সামনে আরও কমার আশঙ্কা Logo বিএনপির ফাঁকা রাখা ৬৩ আসনে অগ্রাধিকার পাবেন যারা Logo আরপিও সংশোধন অধ্যাদেশ জারি জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে Logo আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ৬ দলিল লেখক বরখাস্ত Logo সাভারে ট্রলি ভ্যানের ব্রেক ফেল আয়ারল্যান্ডের ওপরে এসে গতিবিধি নিয়ন্ত্রণ

রাশিয়ায় আরও ৩০ হাজার সেনা পাঠাবে উত্তর কোরিয়া

ছবি: সংগৃহীত

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে রাশিয়ায় নতুন করে আরও ২৫ থেকে ৩০ হাজার সেনা পাঠাতে যাচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনের গোয়েন্দা তথ্যের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক মাসের মধ্যে এসব সেনা রাশিয়ায় পৌঁছাতে পারে। এর আগে গত নভেম্বরে ১১ হাজার উত্তর কোরীয় সেনা রাশিয়ায় পৌঁছায়, যারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়া ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে রুশ সেনাবাহিনীকে সহায়তা করেছিল।

পশ্চিমা কর্মকর্তাদের মতে, কুরস্কে যুদ্ধ করতে গিয়ে উত্তর কোরিয়ার চার হাজার সেনা হতাহত হয়েছেন। তবে এ বিষয়ে মস্কো ও পিয়ংইয়ং উভয়ই নিরবতা বজায় রেখেছে।

এক পশ্চিমা গোয়েন্দা ইউক্রেনীয় নতুন গোয়েন্দা তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, নতুন করে ৩০ হাজার উত্তর কোরীয় সেনা রাশিয়ায় পাঠানো হতে পারে বলে খবর পেয়েছেন তারাও।

ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে সেগুলো অক্ষুন্ন রাখা এবং বড় ধরনের অভিযানে অংশ নেবে উত্তর কোরিয়ার সেনারা। আর এ জন্য তাদের প্রয়োজনীয় সরঞ্জাম, অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করার সক্ষমতাও আছে রাশিয়ার।

আরও পড়ুন
‘ইউক্রেনের আত্মসমর্পণ চান পুতিন’
‘ইউক্রেনের আত্মসমর্পণ চান পুতিন’
এতে আরও বলা হয়েছে, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে সীমান্তের কাছে রুশ বাহিনীর সামরিক বিমানগুলোকে কর্মী বহনের জন্য পুনরায় প্রস্তুত করা হচ্ছে, যা কয়েক হাজার উত্তর কোরীয় সেনা স্থানান্তরের বিশাল পরিকল্পনাকে প্রতিফলিত করে।

এদিকে উত্তর কোরিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ সামরিক বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল রাশিয়া সফরে গেছেন।

মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, কিম ইল সুং মিলিটারি ইউনিভার্সিটির প্রেসিডেন্ট কিম কুম-চোলের নেতৃত্বে প্রতিনিধি দলটি রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মিলিটারি একাডেমি পরিদর্শন করবে।

প্রতিবেদনে বলা হয়, প্রতিনিধি দলের সফরের উদ্দেশ্য সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি, তবে উত্তর কোরিয়া এবং রাশিয়ার সামরিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই সফর বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান সের্গেই শোইগু দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার পিয়ংইয়ং সফর করেছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুন মাসে কিম জং উন এবং রাশিয়ার প্রেসেডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের পর ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার জন্য হাজার হাজার সেনা মোতায়েন করে উত্তর কোরিয়া।


প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ডা: শাখায়াত হাসান জীবন আজমিরীগঞ্জ বানিয়াচংয়ে উচ্ছ্বাস

রাশিয়ায় আরও ৩০ হাজার সেনা পাঠাবে উত্তর কোরিয়া

আপডেট সময় ০১:০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

ছবি: সংগৃহীত

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে রাশিয়ায় নতুন করে আরও ২৫ থেকে ৩০ হাজার সেনা পাঠাতে যাচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনের গোয়েন্দা তথ্যের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক মাসের মধ্যে এসব সেনা রাশিয়ায় পৌঁছাতে পারে। এর আগে গত নভেম্বরে ১১ হাজার উত্তর কোরীয় সেনা রাশিয়ায় পৌঁছায়, যারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়া ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে রুশ সেনাবাহিনীকে সহায়তা করেছিল।

পশ্চিমা কর্মকর্তাদের মতে, কুরস্কে যুদ্ধ করতে গিয়ে উত্তর কোরিয়ার চার হাজার সেনা হতাহত হয়েছেন। তবে এ বিষয়ে মস্কো ও পিয়ংইয়ং উভয়ই নিরবতা বজায় রেখেছে।

এক পশ্চিমা গোয়েন্দা ইউক্রেনীয় নতুন গোয়েন্দা তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, নতুন করে ৩০ হাজার উত্তর কোরীয় সেনা রাশিয়ায় পাঠানো হতে পারে বলে খবর পেয়েছেন তারাও।

ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে সেগুলো অক্ষুন্ন রাখা এবং বড় ধরনের অভিযানে অংশ নেবে উত্তর কোরিয়ার সেনারা। আর এ জন্য তাদের প্রয়োজনীয় সরঞ্জাম, অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করার সক্ষমতাও আছে রাশিয়ার।

আরও পড়ুন
‘ইউক্রেনের আত্মসমর্পণ চান পুতিন’
‘ইউক্রেনের আত্মসমর্পণ চান পুতিন’
এতে আরও বলা হয়েছে, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে সীমান্তের কাছে রুশ বাহিনীর সামরিক বিমানগুলোকে কর্মী বহনের জন্য পুনরায় প্রস্তুত করা হচ্ছে, যা কয়েক হাজার উত্তর কোরীয় সেনা স্থানান্তরের বিশাল পরিকল্পনাকে প্রতিফলিত করে।

এদিকে উত্তর কোরিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ সামরিক বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল রাশিয়া সফরে গেছেন।

মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, কিম ইল সুং মিলিটারি ইউনিভার্সিটির প্রেসিডেন্ট কিম কুম-চোলের নেতৃত্বে প্রতিনিধি দলটি রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মিলিটারি একাডেমি পরিদর্শন করবে।

প্রতিবেদনে বলা হয়, প্রতিনিধি দলের সফরের উদ্দেশ্য সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি, তবে উত্তর কোরিয়া এবং রাশিয়ার সামরিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই সফর বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান সের্গেই শোইগু দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার পিয়ংইয়ং সফর করেছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুন মাসে কিম জং উন এবং রাশিয়ার প্রেসেডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের পর ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার জন্য হাজার হাজার সেনা মোতায়েন করে উত্তর কোরিয়া।


প্রিন্ট