ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবদলের আহবায়ক মীর মোস্তফা জালালের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি একেএম কামরুজ্জামান মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ আমিরুল হোসেন চকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, দপ্তর সম্পাদক পিযুষ আচার্য, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল মেম্বার, সহ-ধর্ম সম্পাদক গোলাম নূর মেম্বার ও সদস্য আমিরুল হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কৃষকদলের যুগ্ম আহবায়ক ওয়াজ উদ্দিন মেম্বার, জাসাসের সদস্য সচিব সাদেকুর রহমান, জিয়া পরিষদের আহবায়ক বাজু মিয়া ও সদস্য সচিব শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা শামিমুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক তাকিউল ইসলাম, গোকর্ণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক চৌধুরী ডালিম, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ তপু, তরুণ দলের আহবায়ক তৌহিদুল ইসলাম ও সদস্য সচিব নিজাম আলম।শ্রমিক নেতা অলিউর রহমান।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মতিন, হাফিজুর রহমান, জুয়েল রানা, হোসাইন আহমেদসহ বিভিন্ন ইউনিয়নের যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 



















