ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে বাস- প্রাইভেটকার সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে প্রাইভেটকারের চালকসহ দুইজন আহত হয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় ঢাকামুখি লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসস্ট্যান্ডের ঢাকামুখি লেনে এ ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে আহত নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পথচারীরা জানান, বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কে দূরপাল্লার বাস – প্রাইভেটকার সংঘর্ষ ঘটে। এসময় প্রাইভেটকারটিকে পিছন দিক থেকে একটি ঢাকাগামী দূরপাল্লার বাসচাপা দেয়। এতে সামনে থাকা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ধুমরে মুচরে যায় প্রাইভেটকার। এতে প্রাইভেটকারের চালক ও এক যাত্রী আহত হয়েছে। পরে পথচারীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ অনুষ্ঠান পরিদর্শন করেছে। এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
প্রিন্ট
মো: রাইহান ইসলাম সাভার উপজেলা নিজস্ব প্রতিনিধি 




















