বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অধীনস্থ এভিয়েশন সিকিউরিটি (এভসেক)-এর জন্য নতুনভাবে প্রণীত ইউনিফর্ম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। মঙ্গলবার (১ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ইউনিফর্মের উদ্বোধন করেন।
নতুন এই ইউনিফর্ম আধুনিক নিরাপত্তা চাহিদা ও পেশাদারিত্বের ছাপ বজায় রেখে ডিজাইন করা হয়েছে। এতে এভসেক সদস্যদের উপস্থিতি আরও আত্মবিশ্বাসী, শৃঙ্খলাবদ্ধ ও দৃশ্যমান হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেবিচকের ঊর্ধ্বতন সদস্যগণ, এভসেক এর সদস্যবৃন্দ এবং বেবিচক-এর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এসময় চেয়ারম্যান বলেন, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে এভসেক সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের পোশাকেও সেই গুরুত্ব ও গৌরবের প্রতিফলন থাকা প্রয়োজন। নতুন ইউনিফর্মের মাধ্যমে আমরা তাদের মধ্যে আরও পেশাদারিত্ব, ঐক্যবদ্ধতা এবং আত্মমর্যাদা জাগাতে চাই।
অনুষ্ঠানে নতুন ইউনিফর্ম পরিহিত একটি এভসেক সদস্যের ডেমোনস্ট্রেশন দল উপস্থিত হয়ে ইউনিফর্মের আনুষ্ঠানিক প্রদর্শন করে। নতুন ইউনিফর্ম চালুর মধ্য দিয়ে দেশের বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থাপনায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।
একই অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান সেন্ট্রাল এয়ারলাইন্সের নতুন কার্গো ফ্লাইট রুটেরও উদ্বোধন করেন। এ রুটের আওতায় ১ জুলাই থেকে সেন্ট্রাল এয়ারলাইন্স প্রতি সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উহু হুয়ানঝু আন্তর্জাতিক বিমানবন্দরে।
বাংলাদেশ ও চীনের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করতে এই ফ্লাইট চালু করা হয়েছে। নতুন রুটে তৈরি পোশাক, এক্সেসরিজ, মেশিনারিজ, ফেব্রিক্স, টেক্সটাইল খাতের কাঁচামালসহ রপ্তানিযোগ্য কাঁকড়া, ইল মাছ ও অন্যান্য সামগ্রী পরিবহন করা হবে।
নতুন এ কার্গো রুট চালুর মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন আরও সময়নিষ্ঠ, নিরাপদ ও কার্যকর হবে। এতে বাংলাদেশের রপ্তানিকারকরা নতুন বাজারে প্রবেশের সুযোগ পাবেন এবং আমদানিকারকরা উপকৃত হবেন নিরবচ্ছিন্ন ও সুবিধাজনক সরবরাহ ব্যবস্থার মাধ্যমে।
প্রিন্ট