ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ৪৮ তম বিসিএস পরীক্ষায় উওীর্ণদের নিয়োগ এর দাবি তে মানববন্ধন Logo বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার পদত্যাগ করেন Logo ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ Logo নিয়োগ বানিজ্যে হোমল্যান্ড সিকিউরিটি সার্ভিসের বিরুদ্ধে অভিযোগ Logo তেলেঙ্গানায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৯ Logo গণভোট নিয়ে দলগুলো ‘ঐকমত্যে’ পৌঁছাতে না পারলে সিদ্ধান্ত দেবে সরকার Logo নাসিরনগরে জিয়া সাইবার ফোর্সের উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন Logo ভাঙ্গুড়া পৌরসভার ড্রেন পরিষ্কার কাজে অচল ‘Amkador’ মেশিন — পরিকল্পনার ঘাটতিতে নষ্ট হচ্ছে সরকারি অর্থ Logo অন্তর্বর্তী কালীন সরকারের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দেশব্যাপী নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে তানজিদুর রহমান তানজিল নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ Logo কালিয়াকৈরে জোরপূর্বক অবৈধ ভাবে সাইনবোর্ড দিয়ে সেনা সদস্যের জমি দখলের অপচেষ্টার অভিযোগ: পুলিশের সহায়তায় জমি উদ্ধার

মোংলায় বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৬০ ১০.০০০ বার পড়া হয়েছে

ওমর ফারুক: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” জনগণের মাঝে প্রচার ও ব্যাখ্যা করার লক্ষ্যে মোংলা পৌর বিএনপির উদ্যোগে ব্যাপক জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

পৌর বিএনপির সভাপতি, সাবেক মেয়র ও বাগেরহাট-২ (মোংলা–রামপাল–ফকিরহাট) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ জুলফিকার আলীর নেতৃত্বে এ জনসংযোগে পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বিএনপি’র ঘোষিত ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরে স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ এবং আলোচনা অনুষ্ঠিত হয়।

জনসংযোগ চলাকালে নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামোতে একটি যুগান্তকারী দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। এসব দফায় জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন, তথ্যের স্বাধীনতা, নারী ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণসহ জনগণের প্রত্যক্ষ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ের প্রতিফলন ঘটেছে।

৩১ দফার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—
সংবিধান সংস্কার কমিশন গঠন, ক্ষমতার ভারসাম্য রক্ষায় আইনসভা, মন্ত্রীসভা, রাষ্ট্রপতি ও বিচার বিভাগের মধ্যে সুষম সম্পর্ক স্থাপন, প্রধানমন্ত্রীর দায়িত্বের সময়সীমা নির্ধারণ, নির্বাচন কমিশন সংস্কার, মিডিয়া কমিশন ও ন্যায়পাল নিয়োগ, অর্থনৈতিক সংস্কার কমিশন ও জুডিশিয়াল কমিশন গঠন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, স্থানীয় সরকারকে ক্ষমতাবান করা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার, এবং যুব উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি।

নেতৃবৃন্দ আরও বলেন, এই দফাগুলোর মূল উদ্দেশ্য হলো—একটি জবাবদিহিমূলক, সুশাসিত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা, যেখানে আইনের শাসন ও মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান থাকবে এবং প্রতিটি নাগরিক মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে জীবন যাপন করতে পারবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির হাওলাদার, সাবেক কাউন্সিলর খুরশিদ আলম, বিএনপি নেতা বাবুল শরীফ, মিন্টু, টুটুলসহ সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। পুরো জনসংযোগ কার্যক্রমে ছিল উচ্ছ্বাস ও উদ্দীপনা। স্থানীয় জনগণও বিএনপির এই দফাগুলোকে গভীর আগ্রহের সঙ্গে গ্রহণ করেন।

নেতারা বলেন, তারেক রহমানের এই ৩১ দফা কোনো রাজনৈতিক কৌশল নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার পুনর্গঠন পরিকল্পনা। এই ঘোষণার মাধ্যমে দেশকে দুর্নীতি, দারিদ্র্য, বৈষম্য ও অন্যায়ের হাত থেকে মুক্ত করে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার দিকনির্দেশনা দেওয়া হয়েছে।


প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৮ তম বিসিএস পরীক্ষায় উওীর্ণদের নিয়োগ এর দাবি তে মানববন্ধন

মোংলায় বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৪১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

ওমর ফারুক: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” জনগণের মাঝে প্রচার ও ব্যাখ্যা করার লক্ষ্যে মোংলা পৌর বিএনপির উদ্যোগে ব্যাপক জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

পৌর বিএনপির সভাপতি, সাবেক মেয়র ও বাগেরহাট-২ (মোংলা–রামপাল–ফকিরহাট) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ জুলফিকার আলীর নেতৃত্বে এ জনসংযোগে পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বিএনপি’র ঘোষিত ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরে স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ এবং আলোচনা অনুষ্ঠিত হয়।

জনসংযোগ চলাকালে নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামোতে একটি যুগান্তকারী দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। এসব দফায় জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন, তথ্যের স্বাধীনতা, নারী ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণসহ জনগণের প্রত্যক্ষ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ের প্রতিফলন ঘটেছে।

৩১ দফার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—
সংবিধান সংস্কার কমিশন গঠন, ক্ষমতার ভারসাম্য রক্ষায় আইনসভা, মন্ত্রীসভা, রাষ্ট্রপতি ও বিচার বিভাগের মধ্যে সুষম সম্পর্ক স্থাপন, প্রধানমন্ত্রীর দায়িত্বের সময়সীমা নির্ধারণ, নির্বাচন কমিশন সংস্কার, মিডিয়া কমিশন ও ন্যায়পাল নিয়োগ, অর্থনৈতিক সংস্কার কমিশন ও জুডিশিয়াল কমিশন গঠন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, স্থানীয় সরকারকে ক্ষমতাবান করা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার, এবং যুব উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি।

নেতৃবৃন্দ আরও বলেন, এই দফাগুলোর মূল উদ্দেশ্য হলো—একটি জবাবদিহিমূলক, সুশাসিত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা, যেখানে আইনের শাসন ও মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান থাকবে এবং প্রতিটি নাগরিক মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে জীবন যাপন করতে পারবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির হাওলাদার, সাবেক কাউন্সিলর খুরশিদ আলম, বিএনপি নেতা বাবুল শরীফ, মিন্টু, টুটুলসহ সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। পুরো জনসংযোগ কার্যক্রমে ছিল উচ্ছ্বাস ও উদ্দীপনা। স্থানীয় জনগণও বিএনপির এই দফাগুলোকে গভীর আগ্রহের সঙ্গে গ্রহণ করেন।

নেতারা বলেন, তারেক রহমানের এই ৩১ দফা কোনো রাজনৈতিক কৌশল নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার পুনর্গঠন পরিকল্পনা। এই ঘোষণার মাধ্যমে দেশকে দুর্নীতি, দারিদ্র্য, বৈষম্য ও অন্যায়ের হাত থেকে মুক্ত করে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার দিকনির্দেশনা দেওয়া হয়েছে।


প্রিন্ট