ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান নাজিরের বদলী নিয়ে চরম অসন্তোষ Logo মহম্মদপুরে বিএনপি’র নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত Logo পীরগঞ্জে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত Logo দেশের ধন্যাঢ্য ব্যক্তিরাও প্রতারণার শিকার অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্র Logo দায়িত্ব গ্রহণের পরপরই প্রায় অর্ধশত বদলি বানিজ্য পিএইচডি জালিয়াতি-বদলি বানিজ্য-ঠিকাদারি সিন্ডিকেটের মূলহোতা খালেকুজ্জামান চৌধুরী Logo কাচিঘাটা রেঞ্জে গাছকাটা সিন্ডিকেটের তাণ্ডব রাতে চার–পাঁচশ গাছ উজাড়—বন রক্ষাকারীরাই অভিযুক্ত!** স্থানীয়দের অভিযোগ: “৫ আগস্টের পর এলাকা একেবারে মগের মুল্লুক—বন কেটে লুটে খাচ্ছে সবাই Logo চীনে ট্রেন দুর্ঘটনায় ১১ জন নিহত Logo ১২ ঘণ্টায় দ্বিতীয়বার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া Logo প্লট বরাদ্দে দুর্নীতির মামলা জয় ও পুতুলের ৫ বছরের কারাদণ্ড Logo তিন মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

জ্যেষ্ঠ সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের জন্মদিনে শ্রদ্ধা, শুভকামনা ও অনুপ্রেরণার স্মৃতি

  • বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় ০৭:৩৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩২ ১৮৪৪.০০০ বার পড়া হয়েছে

আজ জ্যেষ্ঠ সাংবাদিক, প্রবীণ লেখক এবং মহান মুক্তিযুদ্ধের গৌরবময় সৈনিক মইনুদ্দীন কাদেরী শওকত-এর শুভ জন্মদিন। দীর্ঘদিনের সাংবাদিকতা ও সমাজসেবায় নিষ্ঠা, সাহসী কলম এবং নৈতিকতার প্রতি দৃঢ় অবস্থান তাঁকে সহকর্মী, পাঠক ও সাধারণ মানুষের কাছে করে তুলেছে এক অনন্য প্রেরণার প্রতীক।

সহকর্মীরা জানিয়েছেন, চলার পথে সব সময় শওকত ভাইকে পাশে পাওয়া গেছে। তিনি শুধু সংবাদপত্রের পাতাতেই নয়, বরং সমাজ ও মানবতার কল্যাণে অবিচল এক ব্যক্তিত্ব। তাঁকে নিয়ে লিখে শেষ করা যাবে না উল্লেখ করে অনেকে বলেছেন—“শওকত ভাই আমাদের শক্তি ও অনুপ্রেরণা। তাঁর আন্তরিকতা, সাহসী চিন্তা ও ন্যায়নিষ্ঠ অবস্থান সাংবাদিকতার জগতে এক আলোকবর্তিকা।”

শওকত ভাই শুধু একজন সাংবাদিকই নন, তিনি সাংবাদিকতার এক জীবন্ত ইতিহাস। তাঁর কলম, তাঁর দৃঢ়চেতা নৈতিক অবস্থান এবং মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা প্রজন্ম থেকে প্রজন্মের সাংবাদিকদের অনুপ্রেরণা হয়ে আছে।

একজন লেখক স্মৃতিচারণ করে বলেন, “আমি যখন আমার লেখা বই ‘সাংবাদিক ও সংবাদপত্রের কথা’ তাঁর হাতে অর্পণ করার সৌভাগ্য লাভ করি, সেই মুহূর্তটি আমার জন্য ছিল এক অনন্য সম্মানের সময়। বইটি গ্রহণ করার পর তিনি বলেছিলেন— ‘এই ধরনের বই শুধু উপহার নয়, সাংবাদিকতার সত্যিকারের পাঠশালা। সাংবাদিক হতে হলে এমন বই পড়া উচিত, চিন্তা করা উচিত।’ তাঁর সেই কথা আমার লেখকজীবনের পথচলায় এক অমূল্য দিকনির্দেশনা।”

এই বিশেষ দিনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও পাঠক মহল তাঁর জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন। সবার অভিন্ন প্রার্থনা—তিনি যেন সুস্থ থাকেন, দীর্ঘায়ু হন এবং আগামী দিনগুলোতেও সত্য ও ন্যায়ের পথে সমাজকে আলোকিত করে চলেন।


প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান নাজিরের বদলী নিয়ে চরম অসন্তোষ

জ্যেষ্ঠ সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের জন্মদিনে শ্রদ্ধা, শুভকামনা ও অনুপ্রেরণার স্মৃতি

আপডেট সময় ০৭:৩৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

আজ জ্যেষ্ঠ সাংবাদিক, প্রবীণ লেখক এবং মহান মুক্তিযুদ্ধের গৌরবময় সৈনিক মইনুদ্দীন কাদেরী শওকত-এর শুভ জন্মদিন। দীর্ঘদিনের সাংবাদিকতা ও সমাজসেবায় নিষ্ঠা, সাহসী কলম এবং নৈতিকতার প্রতি দৃঢ় অবস্থান তাঁকে সহকর্মী, পাঠক ও সাধারণ মানুষের কাছে করে তুলেছে এক অনন্য প্রেরণার প্রতীক।

সহকর্মীরা জানিয়েছেন, চলার পথে সব সময় শওকত ভাইকে পাশে পাওয়া গেছে। তিনি শুধু সংবাদপত্রের পাতাতেই নয়, বরং সমাজ ও মানবতার কল্যাণে অবিচল এক ব্যক্তিত্ব। তাঁকে নিয়ে লিখে শেষ করা যাবে না উল্লেখ করে অনেকে বলেছেন—“শওকত ভাই আমাদের শক্তি ও অনুপ্রেরণা। তাঁর আন্তরিকতা, সাহসী চিন্তা ও ন্যায়নিষ্ঠ অবস্থান সাংবাদিকতার জগতে এক আলোকবর্তিকা।”

শওকত ভাই শুধু একজন সাংবাদিকই নন, তিনি সাংবাদিকতার এক জীবন্ত ইতিহাস। তাঁর কলম, তাঁর দৃঢ়চেতা নৈতিক অবস্থান এবং মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা প্রজন্ম থেকে প্রজন্মের সাংবাদিকদের অনুপ্রেরণা হয়ে আছে।

একজন লেখক স্মৃতিচারণ করে বলেন, “আমি যখন আমার লেখা বই ‘সাংবাদিক ও সংবাদপত্রের কথা’ তাঁর হাতে অর্পণ করার সৌভাগ্য লাভ করি, সেই মুহূর্তটি আমার জন্য ছিল এক অনন্য সম্মানের সময়। বইটি গ্রহণ করার পর তিনি বলেছিলেন— ‘এই ধরনের বই শুধু উপহার নয়, সাংবাদিকতার সত্যিকারের পাঠশালা। সাংবাদিক হতে হলে এমন বই পড়া উচিত, চিন্তা করা উচিত।’ তাঁর সেই কথা আমার লেখকজীবনের পথচলায় এক অমূল্য দিকনির্দেশনা।”

এই বিশেষ দিনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও পাঠক মহল তাঁর জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন। সবার অভিন্ন প্রার্থনা—তিনি যেন সুস্থ থাকেন, দীর্ঘায়ু হন এবং আগামী দিনগুলোতেও সত্য ও ন্যায়ের পথে সমাজকে আলোকিত করে চলেন।


প্রিন্ট