ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জ্যেষ্ঠ সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের জন্মদিনে শ্রদ্ধা, শুভকামনা ও অনুপ্রেরণার স্মৃতি

  • বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় ০৭:৩৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৬ ১৮৪৪.০০০ বার পড়া হয়েছে

আজ জ্যেষ্ঠ সাংবাদিক, প্রবীণ লেখক এবং মহান মুক্তিযুদ্ধের গৌরবময় সৈনিক মইনুদ্দীন কাদেরী শওকত-এর শুভ জন্মদিন। দীর্ঘদিনের সাংবাদিকতা ও সমাজসেবায় নিষ্ঠা, সাহসী কলম এবং নৈতিকতার প্রতি দৃঢ় অবস্থান তাঁকে সহকর্মী, পাঠক ও সাধারণ মানুষের কাছে করে তুলেছে এক অনন্য প্রেরণার প্রতীক।

সহকর্মীরা জানিয়েছেন, চলার পথে সব সময় শওকত ভাইকে পাশে পাওয়া গেছে। তিনি শুধু সংবাদপত্রের পাতাতেই নয়, বরং সমাজ ও মানবতার কল্যাণে অবিচল এক ব্যক্তিত্ব। তাঁকে নিয়ে লিখে শেষ করা যাবে না উল্লেখ করে অনেকে বলেছেন—“শওকত ভাই আমাদের শক্তি ও অনুপ্রেরণা। তাঁর আন্তরিকতা, সাহসী চিন্তা ও ন্যায়নিষ্ঠ অবস্থান সাংবাদিকতার জগতে এক আলোকবর্তিকা।”

শওকত ভাই শুধু একজন সাংবাদিকই নন, তিনি সাংবাদিকতার এক জীবন্ত ইতিহাস। তাঁর কলম, তাঁর দৃঢ়চেতা নৈতিক অবস্থান এবং মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা প্রজন্ম থেকে প্রজন্মের সাংবাদিকদের অনুপ্রেরণা হয়ে আছে।

একজন লেখক স্মৃতিচারণ করে বলেন, “আমি যখন আমার লেখা বই ‘সাংবাদিক ও সংবাদপত্রের কথা’ তাঁর হাতে অর্পণ করার সৌভাগ্য লাভ করি, সেই মুহূর্তটি আমার জন্য ছিল এক অনন্য সম্মানের সময়। বইটি গ্রহণ করার পর তিনি বলেছিলেন— ‘এই ধরনের বই শুধু উপহার নয়, সাংবাদিকতার সত্যিকারের পাঠশালা। সাংবাদিক হতে হলে এমন বই পড়া উচিত, চিন্তা করা উচিত।’ তাঁর সেই কথা আমার লেখকজীবনের পথচলায় এক অমূল্য দিকনির্দেশনা।”

এই বিশেষ দিনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও পাঠক মহল তাঁর জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন। সবার অভিন্ন প্রার্থনা—তিনি যেন সুস্থ থাকেন, দীর্ঘায়ু হন এবং আগামী দিনগুলোতেও সত্য ও ন্যায়ের পথে সমাজকে আলোকিত করে চলেন।


প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাবনার বাজারে বিক্রি হওয়া দুধে মিলল ডিটারজেন্ট

জ্যেষ্ঠ সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের জন্মদিনে শ্রদ্ধা, শুভকামনা ও অনুপ্রেরণার স্মৃতি

আপডেট সময় ০৭:৩৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

আজ জ্যেষ্ঠ সাংবাদিক, প্রবীণ লেখক এবং মহান মুক্তিযুদ্ধের গৌরবময় সৈনিক মইনুদ্দীন কাদেরী শওকত-এর শুভ জন্মদিন। দীর্ঘদিনের সাংবাদিকতা ও সমাজসেবায় নিষ্ঠা, সাহসী কলম এবং নৈতিকতার প্রতি দৃঢ় অবস্থান তাঁকে সহকর্মী, পাঠক ও সাধারণ মানুষের কাছে করে তুলেছে এক অনন্য প্রেরণার প্রতীক।

সহকর্মীরা জানিয়েছেন, চলার পথে সব সময় শওকত ভাইকে পাশে পাওয়া গেছে। তিনি শুধু সংবাদপত্রের পাতাতেই নয়, বরং সমাজ ও মানবতার কল্যাণে অবিচল এক ব্যক্তিত্ব। তাঁকে নিয়ে লিখে শেষ করা যাবে না উল্লেখ করে অনেকে বলেছেন—“শওকত ভাই আমাদের শক্তি ও অনুপ্রেরণা। তাঁর আন্তরিকতা, সাহসী চিন্তা ও ন্যায়নিষ্ঠ অবস্থান সাংবাদিকতার জগতে এক আলোকবর্তিকা।”

শওকত ভাই শুধু একজন সাংবাদিকই নন, তিনি সাংবাদিকতার এক জীবন্ত ইতিহাস। তাঁর কলম, তাঁর দৃঢ়চেতা নৈতিক অবস্থান এবং মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা প্রজন্ম থেকে প্রজন্মের সাংবাদিকদের অনুপ্রেরণা হয়ে আছে।

একজন লেখক স্মৃতিচারণ করে বলেন, “আমি যখন আমার লেখা বই ‘সাংবাদিক ও সংবাদপত্রের কথা’ তাঁর হাতে অর্পণ করার সৌভাগ্য লাভ করি, সেই মুহূর্তটি আমার জন্য ছিল এক অনন্য সম্মানের সময়। বইটি গ্রহণ করার পর তিনি বলেছিলেন— ‘এই ধরনের বই শুধু উপহার নয়, সাংবাদিকতার সত্যিকারের পাঠশালা। সাংবাদিক হতে হলে এমন বই পড়া উচিত, চিন্তা করা উচিত।’ তাঁর সেই কথা আমার লেখকজীবনের পথচলায় এক অমূল্য দিকনির্দেশনা।”

এই বিশেষ দিনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও পাঠক মহল তাঁর জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন। সবার অভিন্ন প্রার্থনা—তিনি যেন সুস্থ থাকেন, দীর্ঘায়ু হন এবং আগামী দিনগুলোতেও সত্য ও ন্যায়ের পথে সমাজকে আলোকিত করে চলেন।


প্রিন্ট