সিফাত মাহমুদ ফাহিম গত ২১শে জুলাই ২০২৫খ্রিঃ আমার নামের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়েছিলাম যে স্ট্যাটাসে উল্লেখ করেছিলাম, আত্রাই উপজেলার নয়া প্রতারক মাহবুব পিতা নজরুল প্রামানিক গ্রাম: দমদত্ত বাড়িয়া, আত্রাই, নওগাঁ। এই প্রতারক বহু মানুষকে জয় বাংলা করে নিজের ভাগ্যের উন্নয়ন করেছে, ঢাকায় করেছে বাড়ি গাড়ি ইত্যাদি। তার প্রতারণার ফাঁদে পড়ে হয়েছে অনেকেই নিঃস্ব। তার এই সব অপকর্মের সমস্ত তথ্য প্রমাণ তুলে ধরব আপনাদের সামনে, দেখতে মানুষের মতো হলেও সে অমানুষ এবং নওগাঁ-৬ আসনের সাবেক এমপি হেলালের পরিচয়ে অঢল অবৈধ সম্পদ গড়েছে আত্রাই উপজেলার দমদত্তবাড়িয়ার মাহাবুব। অনুসন্ধানে মিলেছে তার ৯৫% সম্পদের তথ্য প্রমাণ এবং নওগাঁ-৬ আসনের সাবেক এমপি হেলাল এর সহযোগী মাহবুর গড়েছে অবৈধ সম্পদের পাহাড় এবং অবৈধ কর্মকাণ্ডে বিগত সময় আর্থিক সহযোগিতা করেছে এই মাহবুর, নওগাঁ-০৬ আসনের এমপি হেলাল কে সহযোগিতা করার সুযোগ টি কাজে লাগিয়ে অবৈধ ভাবে গড়ে তুলেছেন কয়েক কোটি টাকার সম্পদ।গত ০৫ আগস্টের পর এমপি হেলাল কে তার ঢাকার (উত্তরা) বাসায় দীর্ঘদিন আশ্রয় দেন।এমন অসংখ্য অপরাধের অভিযুক্ত সে।তাই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকার সাধারণ মানুষ।শিরোনামের ফেসবুক স্ট্যাটাস দেই।কিন্তু তদন্ত সাপেক্ষে দেখা যায় যে এই তথ্য গুলি মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। নওগাঁ-৬ আসনের সাবেক এমপি হেলালের সাথে এই ধরনের কখনোই কোন রকম সম্পর্ক ছিল না তার। এইটা মাহবুর রহমান ও তার মামা আব্দুল জলিল সরদার এবং তার পরিবারের লোকদের নিয়ে তাদের কিছু শত্রু ও কচক্রী মহলের লোক দ্বারা এ ধরনের তথ্য দিয়েছিল কিন্তু তদন্ত করে দেখা যায় এ ধরনের তথ্যের কোন প্রমাণ পাওয়া যায়নি। উপরোক্ত আমার দেওয়া স্ট্যাটাসে সম্পূর্ণরূপে মিথ্যা ও ভিত্তিহীন ছিলো।
প্রিন্ট