নি-হত ব্যক্তিরা হলেন- চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের সোহেল রানা (২৮), তার স্ত্রী আউলিয়া খাতুন (২৫) ও মেয়ে সুমাইয়া (৭)।
স্থানীয়রা জানায়, সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেলে করে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন সোহেল রানা। পথে ডেমরা চকচকিয়া এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আউলিয়া খাতুন ও তার মেয়ে সুমাইয়া নিহত হন। গুরুতর আ-হত অবস্থায় সোহেল রানাকে স্থানীয় লোকজন প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, খবর পেয়ে দু-র্ঘটনাস্থল থেকে নিহত মা-মেয়ের ম-রদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের ম-রদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি।
প্রিন্ট