ঢাকা ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ডা: শাখায়াত হাসান জীবন আজমিরীগঞ্জ বানিয়াচংয়ে উচ্ছ্বাস Logo পটুয়াখালী-২ আসনে এনসিপি-জামায়াতে উচ্ছ্বাস, বিএনপিতে বিষাদ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাড. নিতাই রায় চৌধুরী Logo ফরিদপুরে চেয়ারম্যানের শেল্টারে চায়না দুয়ারি জালের কারখানার রমরমা ব্যবসা, প্রশাসনের অভিযানে নিয়ন্ত্রণহীন অবস্থা Logo রয়টার্সের প্রতিবেদন বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে আদানি গ্রুপ Logo টানা কমছে দেশের রপ্তানি আয়, সামনে আরও কমার আশঙ্কা Logo বিএনপির ফাঁকা রাখা ৬৩ আসনে অগ্রাধিকার পাবেন যারা Logo আরপিও সংশোধন অধ্যাদেশ জারি জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে Logo আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ৬ দলিল লেখক বরখাস্ত Logo সাভারে ট্রলি ভ্যানের ব্রেক ফেল আয়ারল্যান্ডের ওপরে এসে গতিবিধি নিয়ন্ত্রণ

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান, জরিমানা আরোপ

  • সাভার সংবাদদাতা
  • আপডেট সময় ০৪:৪৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ৮৯ ১০.০০০ বার পড়া হয়েছে

ঢাকা, ২৮ আগস্ট (বৃহস্পতিবার) ২০২৫
তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৭ আগস্ট (বুধবার) ২০২৫ তারিখে জনাব হাসিবুর রহমান, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -সাভার, জোবিঅ -আশুলিয়া আওতাধীন ইউসুফ মার্কেট, ধনাইদ, মাল্টি মডার্ন রোড, গোরাট, মাতব্বর বাড়ি রোড, আশুলিয়া, সাভার, ঢাকা এলাকার ২টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, আনুমানিক ২ কি:মি: অবৈধ বিতরণ লাইনের টিএস ইয়ার্ণ প্রসেসিং নামক কারখানা ও আনুমানিক ৫০০ টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্নসহ ৩০০ মিটার লাইন পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। এতে মাসিক ১৬,০৭,৮০৫/- টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে। এ সময়, ০১টি মামলায় সর্বমোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়েছে। প্রতিটি অবৈধ লাইন সম্পূর্ণ উচ্ছেদ / অপসারণকরতঃ বিতরণ লাইনের উৎস পয়েন্ট হতে কিল করা হয়েছে।

একই দিনে, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর ভিজিল্যান্স বিভাগ কর্তৃক নবীনগর হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা এলাকায় পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পরিদর্শনকালে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে বাড়ি নং-৫৩,৬২,৬৬, রোড-৯, বাড়ি নং-৯৩, রোড-১২, এবং বাড়ি নং-১০০,১০১, রোড-১৩ নবীনগর, হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা এর ০৬(ছয়) টি সংযোগ বিচ্ছিন্ন করত: যথাক্রমে TGTDCL -1388142, TGTDCL -1388141, TGTDCL -1392766, TGTDCL -1392761 , TGTD CL -1388143 ও TGTDCL-1388041 নম্বরের প্লাস্টিক সিল স্থাপন করা হয়েছে। এছাড়াও মোঃ কামাল হোসেন গং (গ্রা:সং:-১২৪৩০৪৩৪) এর সংযোগটি বকেয়া জনিত কারণে ও খন্দকার জিল্লুর রহমান (গ্রা:সং:-১২৪৩৭০০৮) এর গ্যাস সংযোগটি অনুমোদন অতিরিক্ত ০১(এক) ডাবল চুলায় গ্যাস ব্যবহার জনিত কারণে বিচ্ছিন্ন করত: যথাক্রমে TGTDCL-1392990 ও TGTDCL-1392763 নম্বরের প্লাস্টিক সিল স্থাপন করা হয়েছে এবং বাড়ি নং-৯১, রোড ১২, নবীনগর হাউজিং এর বাড়িটিতে অবৈধ গ্যাস সংযোগ সনাক্ত করা হয়েছে, কিন্তু রাইজারটি ঢালাইকৃত ওয়ালের ভিতরে থাকায় সংযোগটি বিচ্ছিন্ন করা সম্ভব হয়নি। তবে হাউজ লাইনের চাবি বন্ধ করে হাতে স্বাক্ষর যুক্ত কাগজে সিল স্থাপনের মাধ্যমে গ্যাস সংযোগ অস্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। উল্লেখ যে, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম চলাকালে দুইটি বাড়ির (ঠিকানা- বাড়ি-৬৪, রোড-৯, নবীনগর হাউজিং এবং বাড়ি-১৯, রোড-৮, ব্লক-এফ, ঢাকা উদ্যান) মালিক/প্রতিনিধি রেগুলেটর নিজ উদ্যোগে খুলে সরিয়ে ফেলায় রেগুলেটর দুইটি উদ্ধার করা সম্ভব হয়নি উক্ত রাইজার দুইটিতে পরবর্তীতে যথাক্রমে TGTDCL-1392762 ও TGTDCL-1392989 নম্বরের প্লাস্টিক সীল স্থাপন করা হয়েছে।

এছাড়া, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোবিঅ -টাঙ্গাইল আওতাধীন গোপালপুর, টাঙ্গাইল এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, অতিরিক্ত চুলা ব্যবহারের কারণে ৪ টি সংযোগের ৬ ডাবল ও ১ সিঙ্গেল ও বকেয়ার জন্য ৬ টি সহ মোট ১০টি রাইজারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় তাৎক্ষণিকভাবে ১,০৭,০০০/- (এক লক্ষ সাত হাজার) টাকা বকেয়া আদায় করা হয়েছে। এছাড়াও, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোবিঅ -নেত্রকোনা আওতাধীন সরকারি গ্রাহক পানি উন্নয়ন বোর্ড কোয়াটার ও উপজেলা কমপ্লেক্স, নেত্রকোনা এর সংযোগ বিচ্ছিন্নের জন্য বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, উক্ত গ্রাহকদ্বয়ের ২২টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

স্বাক্ষরিত/-
মোঃ আল আমিন
ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ)
তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসি


প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ডা: শাখায়াত হাসান জীবন আজমিরীগঞ্জ বানিয়াচংয়ে উচ্ছ্বাস

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান, জরিমানা আরোপ

আপডেট সময় ০৪:৪৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

ঢাকা, ২৮ আগস্ট (বৃহস্পতিবার) ২০২৫
তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৭ আগস্ট (বুধবার) ২০২৫ তারিখে জনাব হাসিবুর রহমান, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -সাভার, জোবিঅ -আশুলিয়া আওতাধীন ইউসুফ মার্কেট, ধনাইদ, মাল্টি মডার্ন রোড, গোরাট, মাতব্বর বাড়ি রোড, আশুলিয়া, সাভার, ঢাকা এলাকার ২টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, আনুমানিক ২ কি:মি: অবৈধ বিতরণ লাইনের টিএস ইয়ার্ণ প্রসেসিং নামক কারখানা ও আনুমানিক ৫০০ টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্নসহ ৩০০ মিটার লাইন পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। এতে মাসিক ১৬,০৭,৮০৫/- টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে। এ সময়, ০১টি মামলায় সর্বমোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়েছে। প্রতিটি অবৈধ লাইন সম্পূর্ণ উচ্ছেদ / অপসারণকরতঃ বিতরণ লাইনের উৎস পয়েন্ট হতে কিল করা হয়েছে।

একই দিনে, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর ভিজিল্যান্স বিভাগ কর্তৃক নবীনগর হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা এলাকায় পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পরিদর্শনকালে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে বাড়ি নং-৫৩,৬২,৬৬, রোড-৯, বাড়ি নং-৯৩, রোড-১২, এবং বাড়ি নং-১০০,১০১, রোড-১৩ নবীনগর, হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা এর ০৬(ছয়) টি সংযোগ বিচ্ছিন্ন করত: যথাক্রমে TGTDCL -1388142, TGTDCL -1388141, TGTDCL -1392766, TGTDCL -1392761 , TGTD CL -1388143 ও TGTDCL-1388041 নম্বরের প্লাস্টিক সিল স্থাপন করা হয়েছে। এছাড়াও মোঃ কামাল হোসেন গং (গ্রা:সং:-১২৪৩০৪৩৪) এর সংযোগটি বকেয়া জনিত কারণে ও খন্দকার জিল্লুর রহমান (গ্রা:সং:-১২৪৩৭০০৮) এর গ্যাস সংযোগটি অনুমোদন অতিরিক্ত ০১(এক) ডাবল চুলায় গ্যাস ব্যবহার জনিত কারণে বিচ্ছিন্ন করত: যথাক্রমে TGTDCL-1392990 ও TGTDCL-1392763 নম্বরের প্লাস্টিক সিল স্থাপন করা হয়েছে এবং বাড়ি নং-৯১, রোড ১২, নবীনগর হাউজিং এর বাড়িটিতে অবৈধ গ্যাস সংযোগ সনাক্ত করা হয়েছে, কিন্তু রাইজারটি ঢালাইকৃত ওয়ালের ভিতরে থাকায় সংযোগটি বিচ্ছিন্ন করা সম্ভব হয়নি। তবে হাউজ লাইনের চাবি বন্ধ করে হাতে স্বাক্ষর যুক্ত কাগজে সিল স্থাপনের মাধ্যমে গ্যাস সংযোগ অস্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। উল্লেখ যে, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম চলাকালে দুইটি বাড়ির (ঠিকানা- বাড়ি-৬৪, রোড-৯, নবীনগর হাউজিং এবং বাড়ি-১৯, রোড-৮, ব্লক-এফ, ঢাকা উদ্যান) মালিক/প্রতিনিধি রেগুলেটর নিজ উদ্যোগে খুলে সরিয়ে ফেলায় রেগুলেটর দুইটি উদ্ধার করা সম্ভব হয়নি উক্ত রাইজার দুইটিতে পরবর্তীতে যথাক্রমে TGTDCL-1392762 ও TGTDCL-1392989 নম্বরের প্লাস্টিক সীল স্থাপন করা হয়েছে।

এছাড়া, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোবিঅ -টাঙ্গাইল আওতাধীন গোপালপুর, টাঙ্গাইল এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, অতিরিক্ত চুলা ব্যবহারের কারণে ৪ টি সংযোগের ৬ ডাবল ও ১ সিঙ্গেল ও বকেয়ার জন্য ৬ টি সহ মোট ১০টি রাইজারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় তাৎক্ষণিকভাবে ১,০৭,০০০/- (এক লক্ষ সাত হাজার) টাকা বকেয়া আদায় করা হয়েছে। এছাড়াও, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোবিঅ -নেত্রকোনা আওতাধীন সরকারি গ্রাহক পানি উন্নয়ন বোর্ড কোয়াটার ও উপজেলা কমপ্লেক্স, নেত্রকোনা এর সংযোগ বিচ্ছিন্নের জন্য বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, উক্ত গ্রাহকদ্বয়ের ২২টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

স্বাক্ষরিত/-
মোঃ আল আমিন
ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ)
তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসি


প্রিন্ট