আজ ভোররাতে জামগড়া আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল সাভারের পল্লীবিদ্যুৎ-বাইপাইল এলাকায় দায়িত্ব পালনকালে এক ব্যক্তির উপর ছিনতাইয়ের ঘটনা জানতে পারে। দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সেনাবাহিনীর টহল দল তিনজন ছিনতাইকারীকে ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
১. মোঃ সোহেল রানা (৩০) ঠিকানা: ডেন্ডাবর পূর্ব পাড়া
২. মোঃ কাওসার (২৯) – পল্লী বিদ্যুৎ, সাভার
৩. মোঃ মিজানুর রহমান (৪৫) – পল্লী বিদ্যুৎ, সাভার
*উদ্ধারকৃত জিনিসপত্র:*
১. নগদ ৫,০০০ টাকা ২. ছিনতাইয়ে ব্যবহৃত আলামত ৩. ৩টি মোবাইল ফোন ৪. ৩টি মানিব্যাগ ৫. গাঁজা
সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারকৃত সামগ্রী তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীর কাছে হস্তান্তর করেন। এলাকাবাসী ও ভুক্তভোগী সেনাবাহিনীর এই সাহসী ও ত্বরিত পদক্ষেপের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ছিনতাই ও সন্ত্রাস দমনে বাইপাইল-জামগড়া এলাকায় সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি জননিরাপত্তা নিশ্চিত করতে অব্যাহত রয়েছে।
প্রিন্ট