কিশোরগঞ্জের কুলিয়ারচরে বালিবাহী ট্রাক্টর – মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা নিহত হয়েছে। নিহতের নাম জয়নাল আবেদীন (২৫) । তিনি কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিগত ৭ মাস আগে পরিসংখ্যান কর্মকর্তা হিসেবে যোগদান করেন। নিহতের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুটিয়াদী উপজেলা বলে জানা গেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, আজ সকালে জয়নাল আবেদীন বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে কুলিয়ারচরে কর্মস্থলে আসার পথে রামদী ইউনিয়নের কামালিয়া কান্দি নামকস্থানে পৌছলে বালিবাহী ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়নাল আবেদিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে ঘটনার পর পর ট্রাক্টর চালক পালিয়ে যায়। এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সামিয়া জানান,নিহত জয়নাল আবেদীন কে হাসপাতালে আনার আগেই মারা গেছে । সে গত ৬/ ৭ মাস আগে এ হাসপাতালে পরিসংখ্যান কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তার মৃত্যুতে আমরা সবাই শোকাভিভূত। এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন পিপিএম ঘটনাার সত্যতা স্বীকার করেছেন।
প্রিন্ট