দীর্ঘ ছয় বছর পর বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ড্যাবের চিকিৎসকরা।
শনিবার (৯ আগস্ট) দুপুর ১টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৫টা পর্যন্ত।
এর আগে, ড্যাবের পক্ষ থেকে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন
তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল
তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল
নির্বাচনে একটি প্যানেলের সভাপতি প্রার্থী অধ্যাপক একেএম আজিজুল হক। তার প্যানেল থেকে অধ্যাপক ডা. আব্দুস শাকুর খান মহাসচিব, ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান সিনিয়র সহ-সভাপতি, ডা. তৌহিদ উল ইসলাম জন কোষাধ্যক্ষ ও ডা. আবু মো. আহসান ফিরোজ সিনিয়র যুগ্ম মহাসচিব পদে লড়ছেন।
অপরদিকে, ২০১৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সংগঠনের নির্বাচিত আরেক প্যানেলে সভাপতি পদে রয়েছেন হারুনুর রশীদ। তার সঙ্গে মহাসচিব পদপ্রার্থী ডা. জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ পদপ্রার্থী ডা. মেহেদী হাসান, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী ডা. আবুল কেনান ও সিনিয়র যুগ্ম মহাসচিব পদপ্রার্থী ডা. খালেকুজ্জামান দিপু লড়ছেন।
এই দুই প্যানেলের বাইরেও ড্যাবের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব ডা. ওবায়দুল কবির সভাপতি পদপ্রার্থী হয়েছেন।
প্রিন্ট