শরণখোলা থেকে খুলনা রুটে যাত্রী চলাচলের চরম ভোগান্তি লাঘবে দ্রুত মানসম্মত যানবাহন সংযুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী সাধারণ যাত্রীরা।
সোমবার (১৫ জুলাই) সকাল ১০টায় শরণখোলা রায়েন্দা বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক যাত্রী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “দীর্ঘদিন ধরে শরণখোলা-খুলনা রুটে স্বল্পসংখ্যক ও জরাজীর্ণ যানবাহনের কারণে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ঠিকমতো গাড়ি পাওয়া যায় না। বিশেষ করে নারী, শিশু ও অসুস্থ যাত্রীদের দুর্ভোগ আরও বেশি।”
তারা আরও জানান, অনেক বাস অযোগ্য ও ঝুঁকিপূর্ণ হলেও সেগুলোই প্রতিদিন যাত্রী পরিবহন করছে, যা যাত্রীদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
মানববন্ধন থেকে বক্তারা দ্রুত এই রুটে পর্যাপ্ত ও মানসম্মত যানবাহন সরবরাহ, নিয়মিত রুটিন অনুযায়ী গাড়ি চলাচল নিশ্চিতকরণ এবং পরিবহন ব্যবস্থাপনায় আধুনিকায়নের দাবি জানান।
মানববন্ধন শেষে একটি স্মারকলিপি সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবহন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
সাধারণ যাত্রীদের এ মানবিক দাবির প্রতি সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, দ্রুত সমস্যার সমাধান হবে এবং শরণখোলা-খুলনা রুটে যাতায়াত হবে নিরাপদ ও আরামদায়ক।
প্রিন্ট