চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী সড়কের কসমোপলিটন গেট এলাকায় চলন্ত একটি কাভার্ডভ্যানে থাকা গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রবিবার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। কাভার্ডভ্যানটি পূর্ব নাসিরাবাদ এলাকা হয়ে ২ নম্বর গেটের দিকে যাচ্ছিল। পথে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়লে পথচারীরা ভয় পেয়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশ গাড়িটি ঘিরে ফেলে। ভ্যানের দরজা খুলে দেখা যায়, ভেতরে রয়েছে সারি সারি গ্যাস সিলিন্ডার। এর মধ্যে অন্তত একটি থেকে গ্যাস বের হচ্ছিল।
চালক ও হেলপার গাড়ি ফেলে পালিয়ে গেছে।
বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান জানান, “এইভাবে গ্যাস সিলিন্ডার পরিবহন একেবারেই বেআইনি ও বিপজ্জনক। আমরা গ্যাস লিক করা সিলিন্ডারটি সরিয়ে ফেলেছি। বাকিগুলো নিরাপদ আছে।”
এ ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
প্রিন্ট