ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১,৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
গত ০৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউনিয়নের মিনারকুট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে রাব্বি প্রকাশ বাবু (২২) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১,৯০০ (এক হাজার নয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির পরিচয়: রাব্বি প্রকাশ বাবু (২২)
পিতা: মৃত কবির
মাতা: মর্জিনা বেগম
গ্রাম: মিনারকুট
থানা: আখাউড়া
জেলা: ব্রাহ্মণবাড়িয়া
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রিন্ট
নয়ন আহমেদ বকুল ব্রাহ্মণবাড়িয়া 




















