আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতার মাঠে নেমেছেন মোট ১৩ জন প্রার্থী। মনোনয়ন জমাদানের শেষ দিনে দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচনে অংশগ্রহণ করতে আজ সোমবার দিনব্যাপী প্রার্থীরা বাঞ্ছারামপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার কাছে নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন দাখিলকারীদের মধ্যে উল্লেখযোগ্যভাবে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ আব্দুর রহিম সাকি।
এছাড়া এ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। মনোনয়ন দাখিলকারীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম এ খালেক পিএসসি, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন, জেলা বিএনপির সদস্য দেওয়ান মো. নাজমুল হুদা। স্বতন্ত্র প্রার্থী আবু কায়েস সিকদার, শাহ মর্তুজা, ড. মো. সায়েদুজ্জামান কামাল
অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যাশনাল পিপলস পার্টির মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ মহসিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোঃ আবু নাসের খান, জেএসডির কে এম জাবির, গণধিকার পরিষদের মোঃ শফিকুল ইসলামসহ অন্যান্য দলের প্রার্থীরাও মনোনয়ন দাখিল করেছেন।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির জোট প্রার্থী হিসেবে জুনায়েদi সাকির অংশগ্রহণে বাঞ্ছারামপুর আসনে এবারের নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আলোচিত হয়ে উঠবে।
প্রিন্ট
নিজস্ব সংবাদ : 



















