ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ফরিদপুরে চেয়ারম্যানের শেল্টারে চায়না দুয়ারি জালের কারখানার রমরমা ব্যবসা, প্রশাসনের অভিযানে নিয়ন্ত্রণহীন অবস্থা Logo রয়টার্সের প্রতিবেদন বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে আদানি গ্রুপ Logo টানা কমছে দেশের রপ্তানি আয়, সামনে আরও কমার আশঙ্কা Logo বিএনপির ফাঁকা রাখা ৬৩ আসনে অগ্রাধিকার পাবেন যারা Logo আরপিও সংশোধন অধ্যাদেশ জারি জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে Logo আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ৬ দলিল লেখক বরখাস্ত Logo সাভারে ট্রলি ভ্যানের ব্রেক ফেল আয়ারল্যান্ডের ওপরে এসে গতিবিধি নিয়ন্ত্রণ Logo তৌহিদুল ইসলাম এর বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ Logo ৪৮ তম বিসিএস পরীক্ষায় উওীর্ণদের নিয়োগ এর দাবি তে মানববন্ধন Logo বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার পদত্যাগ করেন

মোংলায় কৃষি উন্নয়ন ও গ্রামীণ রূপান্তরে নারীর অংশগ্রহণ ও টেকসই কৃষি প্রযুক্তির ওপর জোর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ১৫০ ১০.০০০ বার পড়া হয়েছে

ওমর ফারুক : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন (পার্টনার)” প্রকল্পের আওতায় মোংলায় অনুষ্ঠিত হলো পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস। মঙ্গলবার (৮ জুলাই ২০২৫), মোংলা উপজেলা পরিষদের হলরুমে দিনব্যাপী এ আয়োজনে মাঠ পর্যায়ের কৃষক-কৃষাণী, উদ্যোক্তা, কৃষি কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট প্রকল্প প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম,
বিশেষ অতিথি ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাগেরহাট খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মোঃ মোতাহার হোসেন এবং খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রকল্প সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন।

কী-নোট স্পিকার হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রশান্ত হাওলাদার, তিনি বলেন,
“প্রযুক্তিনির্ভর কৃষির উন্নয়নে মাঠপর্যায়ের কৃষকদের বাস্তব অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকরা একে অপরের অভিজ্ঞতা শেয়ার করতে পারে, যা তাদের চাষাবাদে সাফল্য এনে দেয়। বিশেষ করে জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয়ভাবে অভিযোজিত প্রযুক্তি চর্চা ও নারীর সক্রিয় অংশগ্রহণ সময়োপযোগী।”

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন,
“গ্রামীণ রূপান্তর ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হলে নারীদের আরও বেশি সম্পৃক্ত করতে হবে। পাটনার প্রকল্পের মতো কর্মসূচির মাধ্যমে নারীর ক্ষমতায়ন, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং জীবনমান উন্নয়ন সম্ভব। মাঠ পর্যায়ে চাষিদের প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি নির্ভর জ্ঞান প্রদান এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখে।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোংলা সহকারী কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডলের সঞ্চালনায়
আরো বক্তব্য রাখেন, মোংলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ আহসান হাবীব হাসান, সাবেক ভাইস চেয়ারম্যান পরিবেশবিদ বিশিষ্ট সাংবাদিক মোঃ নূর আলম শেখ প্রমুখ ।
অনুষ্ঠানে আলোচকরা আরোও বলেন, কৃষি খাতে উদ্ভাবনী প্রযুক্তি, কৃষক-কৃষাণীদের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, সেচ ব্যবস্থার আধুনিকায়ন এবং জলবায়ু সহনশীল ফসল চাষের প্রসার ঘটিয়ে কৃষির টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। ফলজ বৃক্ষে ভরবো দেশ,বদলে দেবো বাংলাদেশ।


প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে চেয়ারম্যানের শেল্টারে চায়না দুয়ারি জালের কারখানার রমরমা ব্যবসা, প্রশাসনের অভিযানে নিয়ন্ত্রণহীন অবস্থা

মোংলায় কৃষি উন্নয়ন ও গ্রামীণ রূপান্তরে নারীর অংশগ্রহণ ও টেকসই কৃষি প্রযুক্তির ওপর জোর

আপডেট সময় ০৭:২৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

ওমর ফারুক : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন (পার্টনার)” প্রকল্পের আওতায় মোংলায় অনুষ্ঠিত হলো পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস। মঙ্গলবার (৮ জুলাই ২০২৫), মোংলা উপজেলা পরিষদের হলরুমে দিনব্যাপী এ আয়োজনে মাঠ পর্যায়ের কৃষক-কৃষাণী, উদ্যোক্তা, কৃষি কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট প্রকল্প প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম,
বিশেষ অতিথি ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাগেরহাট খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মোঃ মোতাহার হোসেন এবং খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রকল্প সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন।

কী-নোট স্পিকার হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রশান্ত হাওলাদার, তিনি বলেন,
“প্রযুক্তিনির্ভর কৃষির উন্নয়নে মাঠপর্যায়ের কৃষকদের বাস্তব অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকরা একে অপরের অভিজ্ঞতা শেয়ার করতে পারে, যা তাদের চাষাবাদে সাফল্য এনে দেয়। বিশেষ করে জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয়ভাবে অভিযোজিত প্রযুক্তি চর্চা ও নারীর সক্রিয় অংশগ্রহণ সময়োপযোগী।”

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন,
“গ্রামীণ রূপান্তর ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হলে নারীদের আরও বেশি সম্পৃক্ত করতে হবে। পাটনার প্রকল্পের মতো কর্মসূচির মাধ্যমে নারীর ক্ষমতায়ন, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং জীবনমান উন্নয়ন সম্ভব। মাঠ পর্যায়ে চাষিদের প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি নির্ভর জ্ঞান প্রদান এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখে।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোংলা সহকারী কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডলের সঞ্চালনায়
আরো বক্তব্য রাখেন, মোংলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ আহসান হাবীব হাসান, সাবেক ভাইস চেয়ারম্যান পরিবেশবিদ বিশিষ্ট সাংবাদিক মোঃ নূর আলম শেখ প্রমুখ ।
অনুষ্ঠানে আলোচকরা আরোও বলেন, কৃষি খাতে উদ্ভাবনী প্রযুক্তি, কৃষক-কৃষাণীদের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, সেচ ব্যবস্থার আধুনিকায়ন এবং জলবায়ু সহনশীল ফসল চাষের প্রসার ঘটিয়ে কৃষির টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। ফলজ বৃক্ষে ভরবো দেশ,বদলে দেবো বাংলাদেশ।


প্রিন্ট