ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আশুগঞ্জে পুলিশের বড় সাফল্য সাড়ে ৩৪ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ আটক ২ মাদক কারবারি Logo চেইন চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা Logo ভোটের গাড়ির যাত্রা শুরুর উদ্বোধনে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা নির্বাচনে ভয় থাকবে না, থাকবে নির্ভীক মত প্রকাশ Logo যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে: প্রধান উপদেষ্টা Logo এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি Logo একের পর হামলা-হত্যাকাণ্ড, প্রশাসন ‘নির্লিপ্ত’ কেন? Logo নাহিদ হাসনাতসহ গানম্যান পেলেন যারা Logo বারকোনা একতা ক্রীড়া সংঘ এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত Logo হাদিকে গুলি করে হত্যা: ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা Logo হাদি হত্যা: ফয়সালদের ব্যাংকে ১২৭ কোটি টাকা লেনদেন

ধামরাইয়ে নির্মাণাধীন বিদ্যালয় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকার ধামরাইয়ে নির্মাণাধীন একটি সরকারি বিদ্যালয়ের ১০ তলা ভবন থেকে পড়ে মোঃ শামীম হোসেন (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ধামরাই পৌরশহরের ঢুলিভিটা আমিন মডেল টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানার গালুটিয়া গ্রামের মোঃ মনির মন্ডলের ছেলে। তিনি ওই নির্মাণাধীন ভবনের নবম তলায় বাঁশের মাচার ওপর দাঁড়িয়ে টাইলসের কাজ করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে শামীম ও তার সহকর্মী নবম তলায় কাজ করছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ করে বাঁশের মাচা ভেঙে গেলে শামীম নিচে পড়ে গুরুতর আহত হন। এ সময় আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। নিহতের সহকর্মী জাহিদ হোসেন জানান, “আমরা দু’জনই নবম তলায় টাইলসের কাজ করছিলাম। হঠাৎ মাচা ভেঙে শামীম নিচে পড়ে যায়। আমি কোনোমতে আরেকটি বাঁশ ধরে ঝুলে ছিলাম। এই ভবনে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় আজ কাজ করতে চাইছিলাম না।” এ বিষয়ে নুরানী কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার মোঃ হামিদ বলেন, “আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। শুনেছি নবম তলা থেকে এক শ্রমিক পড়ে আহত হয়েছেন। আমাদের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেছে।” ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ফারুক হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ বর্তমানে আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতালে রয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নির্মাণকাজে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।


প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে পুলিশের বড় সাফল্য সাড়ে ৩৪ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ আটক ২ মাদক কারবারি

ধামরাইয়ে নির্মাণাধীন বিদ্যালয় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ১১:১৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

ঢাকার ধামরাইয়ে নির্মাণাধীন একটি সরকারি বিদ্যালয়ের ১০ তলা ভবন থেকে পড়ে মোঃ শামীম হোসেন (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ধামরাই পৌরশহরের ঢুলিভিটা আমিন মডেল টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানার গালুটিয়া গ্রামের মোঃ মনির মন্ডলের ছেলে। তিনি ওই নির্মাণাধীন ভবনের নবম তলায় বাঁশের মাচার ওপর দাঁড়িয়ে টাইলসের কাজ করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে শামীম ও তার সহকর্মী নবম তলায় কাজ করছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ করে বাঁশের মাচা ভেঙে গেলে শামীম নিচে পড়ে গুরুতর আহত হন। এ সময় আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। নিহতের সহকর্মী জাহিদ হোসেন জানান, “আমরা দু’জনই নবম তলায় টাইলসের কাজ করছিলাম। হঠাৎ মাচা ভেঙে শামীম নিচে পড়ে যায়। আমি কোনোমতে আরেকটি বাঁশ ধরে ঝুলে ছিলাম। এই ভবনে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় আজ কাজ করতে চাইছিলাম না।” এ বিষয়ে নুরানী কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার মোঃ হামিদ বলেন, “আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। শুনেছি নবম তলা থেকে এক শ্রমিক পড়ে আহত হয়েছেন। আমাদের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেছে।” ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ফারুক হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ বর্তমানে আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতালে রয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নির্মাণকাজে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।


প্রিন্ট