আশুলিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে জনতার ভালোবাসায় সিক্ত হাজী এম এ কালাম মাদবর
- আপডেট টাইম : ০২:৩৮:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
- / ৩৪৬ ৫০০০.০ বার পাঠক
মোঃ আকরাম হোসেন।।
আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন এর 6 নম্বর ওয়ার্ডের।ইউপি সদস্য পদপ্রার্থী হাজী এম এ কালাম মাদবর।অবৈধ স্থাপনা উচ্ছেদের পদক্ষেপ নিয়ে,অবৈধ স্থাপনা উচ্ছেদ করায়।ঈদ আনন্দে মেতেছে গার্মেন্টস শ্রমিক ও সকল শ্রেণী পেশার মানুষ। 11 /04 /2021 শনিবার বিকাল 5 ঘটিকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে।উক্ত অভিযান পরিচালনা করার জন্য পদক্ষেপ নেন হাজী এম এ কালাম মাদবর। তিনি বলেন। ইয়ারপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড,হামিমের তিন নম্বর গেট সংলগ্নে। অবৈধভাবে দোকান বসিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছেন অসাধু ব্যবসায়ী। অবৈধ স্থাপনা দিয়ে জনগণের চলাচলের ব্যবস্থা বাধাগ্রস্ত করেন। গার্মেন্টস শ্রমিক ও সাধারণ জনগণের আকুতি, অনতিবিলম্বে জনগণের চলাচলের ব্যবস্থা সুগম করার জন্য। প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের দৃষ্টিগোচরে 6 নম্বর ওয়ার্ড বাসী।ময়মুরুব্বি শিশু বৃদ্ধ সকলের পরামর্শ,অবৈধ স্থাপনা উচ্ছেদ করার সিদ্ধান্ত গ্রহণ করিয়া।সম্মিলিতভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এয়ারপোর্ট ইউনিয়ন কে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে,আসুন একে অপরকে সহযোগিতা করি,সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।পবিত্র মাহে রমজানকে উপলক্ষ করে সকল প্রকার হিংসা বিদ্বেষ অহংকার ভুলে।আসুন মানুষের কল্যাণে কাজ করি। এলাকাবাসী বলেন,আমরা হাজী এম এ কালাম মাদবরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।তার সুন্দর পদক্ষেপ গ্রহণ করায়,আজ আমরা স্বাচ্ছন্দে এলাকাভিত্তিক চলাচল করতে পারছি।আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই আমরা চাই এলাকায় মাথা উঁচু করে বাঁচতে। আমাদের সহযোগিতা করার জন্য জনগণের চলাচলের ব্যবস্থা সুগম করার জন্য। হাজী এম এ কালাম মাদবর যেভাবে এগিয়ে এসেছেন, আমরা তার উত্তর উত্তর মঙ্গল কামনা করি। পবিত্র রমজানের আগ মুহূর্ত আজ আমরা ঈদের নেয় আনন্দিত।