ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
মহান মে দিবস উপলক্ষ্যে সকল মেহনতি শ্রমিকদের প্রতি প্রাণঢালা অভিনন্দন নাগরপুর-দেলদুয়ার আসনের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জাকিরুল ইসলাম উইলিয়াম এর পক্ষ থেকে আন্তর্জাতিক, মে দিবস উপলক্ষে, পিরোজপুর জেলার, মঠবাড়ীয়া উপজেলায়, রিকশা-ভ্যান অটো শ্রমিক দলের বর্ণাঢ্য রেলী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট। ছবি: সবুজ সংকেত’ পেয়ে বিএনপি মিত্রদের নির্বাচনি তোড়জোড় পাবনা পার- ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির ৪ও৫ নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সম্মেলন চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২৮ টি ঘর হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ধর্ষণের সহযোগিতা চেয়ে সাংবাদি আবু হাসানকে ডেকে নিয়ে অপহরণের চেষ্টা,গ্রেফতার ২ নারী শ্রমিকদের মধ্যে বৈষম্য দূর করে ইসলামী শ্রমনীতি চালুর মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে দেশের শ্রমজীবী সমাজ তাদের হাতকে শক্তিশালী হাতিয়ারে পরিণত করবেনঃ অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দীকা সৌদিতে ঈদুল আজহা কবে, জানা গেল সম্ভাব্য তারিখ গাজীপুরে সওজ’র অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থগিত

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২৮ টি ঘর হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : ০৪:২৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / ৩ ৫০০০.০ বার পাঠক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর উদ্যোগে চট্টগ্রাম জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক  নির্মিত ২৮ টি গৃহ হস্তান্তর করা হয়।

বুধবার (৩০ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পেশকারহাটের কদল চৌধুরীবাড়ি গ্রামে এই গৃহ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জানা যায়, গত ২০২৪ সালের দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম জেলার ৩ টি উপজেলা মীরসরাই, হাটহাজারী ও ফটিকছড়ির শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ  হয়। অধিক ক্ষতিগ্রস্থ জেলা হিসেবে অগ্রাধিকারভিত্তিতে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলায় ক্ষতিগ্রস্থ ঘর পুন:নির্মাণ এর সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে আর্থিক সংগতিহীন পরিবারের নিজ বসতভিটায় সরকারিভাবে টেকসই ঘর নির্মাণের জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করে।

পরবর্তীতে উপযুক্ত উপকারভোগী বাছাইয়ের মাধ্যমে হাটহাজারী উপজেলার ১০টি, মীরসরাই উপজেলার ১০টি এবং ফটিকছড়ি উপজেলার ১০টিসহ সর্বমোট ৩০ টি পরিবারের তালিকা প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করা হয়।

আরো জানা যায়, উক্ত তিন উপজেলার মধ্যে ফটিকছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর ২৪ আর্টিলারি ব্রিগেড, মীরসরাই উপজেলায় ৮ সিগন্যাল ব্যাটালিয়ন এবং হাটহাজারী উপজেলায় ১৫ আইএএস কর্তৃক ৩০টি ঘর নির্মাণ করা হয়েছে। তার মধ্যে ২৮ টি বাসস্থান হস্থান্তর করা হয়।

নির্মিত প্রতিটি ঘর ২টি মূল কক্ষসহ কমন স্পেস, টয়লেট, রান্না ঘর প্রভৃতি রয়েছে। সেমিপাকা ঘর হিসাবে উপকাভোগীর নিজ বসতভিটার স্থানের সাথে সামঞ্জস্য রেখে ২টি ডিজাইনের ৪৯২ বর্গফুট ও ৫০০ বর্গফুট আয়তনের এ ঘরসমূহ নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাননীয়  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে পেরে আমরা সত্যিই আনন্দিত।” ভবিষ্যতে দুর্যোগের সময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি নতুন ঘর পাওয়া সবাইকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ফরিদা খানম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম রানা, খাগড়াছড়ির লক্ষীছড়ি জোন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদি উর রহিম জাদিদ, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান এবং হাটহাজারী উপজেলা পরিষদের কর্মকর্তাসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২৮ টি ঘর হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আপডেট টাইম : ০৪:২৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর উদ্যোগে চট্টগ্রাম জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক  নির্মিত ২৮ টি গৃহ হস্তান্তর করা হয়।

বুধবার (৩০ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পেশকারহাটের কদল চৌধুরীবাড়ি গ্রামে এই গৃহ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জানা যায়, গত ২০২৪ সালের দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম জেলার ৩ টি উপজেলা মীরসরাই, হাটহাজারী ও ফটিকছড়ির শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ  হয়। অধিক ক্ষতিগ্রস্থ জেলা হিসেবে অগ্রাধিকারভিত্তিতে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলায় ক্ষতিগ্রস্থ ঘর পুন:নির্মাণ এর সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে আর্থিক সংগতিহীন পরিবারের নিজ বসতভিটায় সরকারিভাবে টেকসই ঘর নির্মাণের জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করে।

পরবর্তীতে উপযুক্ত উপকারভোগী বাছাইয়ের মাধ্যমে হাটহাজারী উপজেলার ১০টি, মীরসরাই উপজেলার ১০টি এবং ফটিকছড়ি উপজেলার ১০টিসহ সর্বমোট ৩০ টি পরিবারের তালিকা প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করা হয়।

আরো জানা যায়, উক্ত তিন উপজেলার মধ্যে ফটিকছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর ২৪ আর্টিলারি ব্রিগেড, মীরসরাই উপজেলায় ৮ সিগন্যাল ব্যাটালিয়ন এবং হাটহাজারী উপজেলায় ১৫ আইএএস কর্তৃক ৩০টি ঘর নির্মাণ করা হয়েছে। তার মধ্যে ২৮ টি বাসস্থান হস্থান্তর করা হয়।

নির্মিত প্রতিটি ঘর ২টি মূল কক্ষসহ কমন স্পেস, টয়লেট, রান্না ঘর প্রভৃতি রয়েছে। সেমিপাকা ঘর হিসাবে উপকাভোগীর নিজ বসতভিটার স্থানের সাথে সামঞ্জস্য রেখে ২টি ডিজাইনের ৪৯২ বর্গফুট ও ৫০০ বর্গফুট আয়তনের এ ঘরসমূহ নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাননীয়  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে পেরে আমরা সত্যিই আনন্দিত।” ভবিষ্যতে দুর্যোগের সময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি নতুন ঘর পাওয়া সবাইকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ফরিদা খানম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম রানা, খাগড়াছড়ির লক্ষীছড়ি জোন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদি উর রহিম জাদিদ, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান এবং হাটহাজারী উপজেলা পরিষদের কর্মকর্তাসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।