সংবাদ শিরোনাম ::
গাজীপুরের কাশিমপুরে অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি কালে ২জন ও ধর্ষণ মামলায় ১ জনকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ

হুমায়ুন কবির তালুকদার কাশিমপুর, গাজীপুর।
- আপডেট টাইম : ০৯:৩৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- / ৩ ১৫০০০.০ বার পাঠক
শনিবার দিবাগতরাত ১টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের বাগবাড়ী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি কালে রইছ উদ্দিন ও মোঃ বেল্লালকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অপর আরেক ঘটনায় এনায়েতপুর এলাকা থেকে প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের ঘটনায় হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ডাকাত ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি স্টিলের চাপাতি, ১টি স্টিলের চাকু উদ্ধার করা হয়।
এ বিষয়ে জিএমপি কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের ঘটনায় ১ জন ও ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
উক্ত ঘটনায় কাশিমপুর থানায় নিয়মিত মামলা রুজু করে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরো খবর.......