নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

- আপডেট টাইম : ০৫:২৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / ০ ১৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা বিভিন্ন কর্মসূচি মাধ্যমে
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। শিক্ষা সপ্তাহ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসহাক মিয়া সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন। “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৫৩টি ল্যাবটব ও ৫৬টি মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতণ করা হয়। তাছাড়া সুন্দর হাতের লেখা,চিত্রাঙ্গন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশগ্রহন কারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।