শর্ত ভঙ্গের দায়ে বন্ধ হয়ে গেল বাইমাইল বাণিজ্য মেলা

- আপডেট টাইম : ০৮:২৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ২ ১৫০০০.০ বার পাঠক
গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল হস্ত ও কুটির শিল্প বাণিজ্য মেলা-২০২৫ শর্ত ও চুক্তি ভঙ্গের দায়ে সাময়িক বন্ধ হয়ে গেল।
গত ২৫ এপ্রিল গাজীপুর কোনাবাড়ী বাইমাইল হস্ত ও কুটির শিল্প বাণিজ্য মেলা উদ্বোধন হয়। উদ্বোধনী যে শর্ত ছিল তা উপেক্ষা করে লটারির নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে অতিরিক্ত লোভ দেখিয়ে অধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে যা সুশীল সমাজ ও প্রশাসনের দৃষ্টিগোচর হয়। মেলা কর্তৃপক্ষ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অনুমতিক্রমে শর্তসাপেক্ষে বিধি ও নীতিমালা মেনে মেলা পরিচালনা করার অনুমতি গ্রহণ করেন, কিন্তু নিয়ম বহির্ভূত ও শর্ত ভঙ্গ করার দায়ে প্রশাসনের কাছে বিভিন্ন মহল থেকে অভিযোগ আসতে থাকে। অভিযোগ পর্যালোচনা করে তদন্ত সাপেক্ষে সত্য প্রমাণিত হওয়ায় কোনাবাড়ী থানা পুলিশ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশক্রমে ১ লা মে রাত্রি ১২ টায় কোনাবাড়ী থানা অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেলা বন্ধ করে দেন।
কোনাবাড়ী থানা অফিসার ইনচার্জ সালাউদ্দিন বলেন, জনসাধারণকে অতিরিক্ত লাভের লোভ দেখিয়ে তারা প্রতারণা করে যাচ্ছিলেন। তাই পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশক্রমে মেলা বন্ধ করে দেওয়া হয়।