কাজের মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- আপডেট টাইম : ১১:০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
- / ৬০ ৫০০০.০ বার পাঠক
গাজীপুরে ১৪ বছরের এক কাজের মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে ফরহাদ উজ্জামান (৩৭) নামে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৯ জুন) দিবাগত রাতে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় ওই চিকিৎসকের চেম্বার থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত চিকিৎসক শ্রীপুর পৌর বাজার এলাকার অ্যাডভোকেট আবুল হাসেমের ছেলে।
অভিযোগে জানা যায়, দেড় মাস আগে মেয়ের পরিবার তাকে শ্রীপুর পৌর শহরের মাছ বাজার এলাকায় অ্যাডভোকেট আবুল হাসেমের বাড়িতে গৃহকর্মীর কাজে পাঠান। সেখানে কাজ করার সময় থেকে আবুল হাসেমের ছেলে ডা. ফরহাদ উজ্জামান ওই কাজের মেয়েকে বিভিন্ন প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে এবং সেই চিত্র মোবাইলে ধারণ করে। পরবর্তীতে মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিলে ভুক্তভোগী মেয়ের স্বজনরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও দেখতে পান। পরে ভোক্তভোগীর পরিবার শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনা সত্যতা পাওয়ার পর থানায় মামলা রুজু হয়। পরে তাকে গত রাতে গ্রেফতার করা হয়েছে।