ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীতে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালিত মাটিতে বসে নাটক দেখে প্রশংসায় ভাসছেন ইউএনও নাজমুন নাহার কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৫১ বছর বয়সে এসএসসি পরিক্ষা দিচ্ছেন সাংবাদিক দম্পতি আশুলিয়ায় স্ত্রী হত্যার ঘটনায় আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তি গাজীপুরে সরকারি জমিতে অবৈধ নির্মাণে উচ্ছেদ অভিযান মহান মাওলার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী রাহিমাহুল্লাহ গণমাধ্যম দিবস: কলম হোক সত্য ও স্বাধীনতার প্রতীক গাজীপুরে ঝুট গুদামের আগুন ছড়িয়েছে বসতবাড়িতে, নিয়ন্ত্রণে ৬ ইউনিট মোংলায় সম্পত্তি জবরদখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন উপ-প্রেস সচিব

মাটিতে বসে নাটক দেখে প্রশংসায় ভাসছেন ইউএনও নাজমুন নাহার

উপজেলা প্রতিনিধি (ভাঙ্গুড়া)পাবনা
  • আপডেট টাইম : ১১:১৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / ১ ১৫০০০.০ বার পাঠক

মাটিতে বসে নাটক দেখে প্রশংসায় ভাসছেন ইউএনও নাজমুন নাহার
প্রত্যন্ত গ্রামের শতাধিক নারী ও কিশোরীর উপস্থিতিতে অনুষ্ঠিত এক পথনাটকে মাটিতে বসে নাটক দেখেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার। এই ব্যতিক্রমী দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রশংসা কুড়ান তিনি।

বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের চরভাঙ্গুড়া গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে ব্র্যাক আয়োজিত পথনাটক দেখতে আসেন নানা বয়সী নারী ও কিশোরীরা।

বেশিরভাগই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্য। কেউ মাটিতে বস্তা পেতে বসে, কেউবা দাঁড়িয়ে নাটক দেখছিলেন। সেখানেই সাধারণ দর্শকদের সঙ্গে ইউএনও নাজমুন নাহারও মাটিতে বসে নাটক উপভোগ করেন। ইউএনওর এমন অংশগ্রহণে মুগ্ধ হয়ে গ্রামবাসীর পাশাপাশি পুরুষরাও ভিড় করেন তাঁকে এক নজর দেখার জন্য।

এই মানবিক ও সাদামাটা আচরণের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি। অনেকেই তার তোলা ছবিগুলো শেয়ার করে মন্তব্য করেছেন, “এই ধরনের ইউএনও থাকলে প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়ে।”

জানা গেছে, ২০২৪ সালের ১ এপ্রিল নাজমুন নাহার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং সবার জন্য অফিস উন্মুক্ত রাখেন। এমনকি লুঙ্গি পরা সাধারণ মানুষও বিনা সংকোচে তার অফিসে গিয়ে সমস্যা জানানোর সুযোগ পান।

গত এক বছরে তিনি উপজেলার প্রাথমিক বিদ্যালয় থেকে অনার্স কলেজ পর্যন্ত প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষার মান উন্নয়নে কাজ করেছেন। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়, শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা ও সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনতেও তিনি ভূমিকা রেখেছেন।

চরপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী চাঁদবাবু বলেন, “আমি এসএসসি পাস করার পর ইউএনওর কাছে গিয়েছিলাম। তিনি আমাকে এইচএসসিতে ভর্তি হওয়ার জন্য আর্থিক সহায়তা দেন। এরপরও একাধিকবার দেখা করেছি, তিনি সবসময় আন্তরিকভাবে পরামর্শ দিয়েছেন।”

ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি, অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহবুব উল আলম বলেন, “গত এক বছরে ইউএনও নাজমুন নাহার সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে জনসাধারণের কাছে আস্থা অর্জন করেছেন। তিনি সামাজিক সমতা ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, “আমি নিষ্ঠা ও সততার সঙ্গে রাষ্ট্রের দায়িত্ব পালন করছি। প্রতিটি নাগরিকের অভিযোগ গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে সমাধানের চেষ্টা করি। আমার কাছে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মর্যাদা সমান।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মাটিতে বসে নাটক দেখে প্রশংসায় ভাসছেন ইউএনও নাজমুন নাহার

আপডেট টাইম : ১১:১৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

মাটিতে বসে নাটক দেখে প্রশংসায় ভাসছেন ইউএনও নাজমুন নাহার
প্রত্যন্ত গ্রামের শতাধিক নারী ও কিশোরীর উপস্থিতিতে অনুষ্ঠিত এক পথনাটকে মাটিতে বসে নাটক দেখেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার। এই ব্যতিক্রমী দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রশংসা কুড়ান তিনি।

বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের চরভাঙ্গুড়া গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে ব্র্যাক আয়োজিত পথনাটক দেখতে আসেন নানা বয়সী নারী ও কিশোরীরা।

বেশিরভাগই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্য। কেউ মাটিতে বস্তা পেতে বসে, কেউবা দাঁড়িয়ে নাটক দেখছিলেন। সেখানেই সাধারণ দর্শকদের সঙ্গে ইউএনও নাজমুন নাহারও মাটিতে বসে নাটক উপভোগ করেন। ইউএনওর এমন অংশগ্রহণে মুগ্ধ হয়ে গ্রামবাসীর পাশাপাশি পুরুষরাও ভিড় করেন তাঁকে এক নজর দেখার জন্য।

এই মানবিক ও সাদামাটা আচরণের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি। অনেকেই তার তোলা ছবিগুলো শেয়ার করে মন্তব্য করেছেন, “এই ধরনের ইউএনও থাকলে প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়ে।”

জানা গেছে, ২০২৪ সালের ১ এপ্রিল নাজমুন নাহার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং সবার জন্য অফিস উন্মুক্ত রাখেন। এমনকি লুঙ্গি পরা সাধারণ মানুষও বিনা সংকোচে তার অফিসে গিয়ে সমস্যা জানানোর সুযোগ পান।

গত এক বছরে তিনি উপজেলার প্রাথমিক বিদ্যালয় থেকে অনার্স কলেজ পর্যন্ত প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষার মান উন্নয়নে কাজ করেছেন। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়, শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা ও সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনতেও তিনি ভূমিকা রেখেছেন।

চরপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী চাঁদবাবু বলেন, “আমি এসএসসি পাস করার পর ইউএনওর কাছে গিয়েছিলাম। তিনি আমাকে এইচএসসিতে ভর্তি হওয়ার জন্য আর্থিক সহায়তা দেন। এরপরও একাধিকবার দেখা করেছি, তিনি সবসময় আন্তরিকভাবে পরামর্শ দিয়েছেন।”

ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি, অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহবুব উল আলম বলেন, “গত এক বছরে ইউএনও নাজমুন নাহার সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে জনসাধারণের কাছে আস্থা অর্জন করেছেন। তিনি সামাজিক সমতা ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, “আমি নিষ্ঠা ও সততার সঙ্গে রাষ্ট্রের দায়িত্ব পালন করছি। প্রতিটি নাগরিকের অভিযোগ গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে সমাধানের চেষ্টা করি। আমার কাছে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মর্যাদা সমান।