বিয়ে ভেঙ্গে দেয়ায় সংঘর্ষ, নারীসহ আহত-১২
- আপডেট টাইম : ১০:২০:১৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
- / ৩৬১ ৫০০০.০ বার পাঠক
সময়েরকন্ঠ বরিশাল ॥
এক যুবতীর নামে নানা অপবাদ রটিয়ে বিয়ে ভেঙ্গে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষে উভয়পক্ষের ১২জন আহত হয়েছে। গুরুতর আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ বাগধা গ্রামের।
আজ শুক্রবার সকালে স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, ওই গ্রামের রুহুল আমিন সরদারের যুবতী কন্যার নামে নানা অপবাদ রটিয়ে বিয়ে ভেঙ্গে দেয় একই এলাকার তৈয়ব আলী সরদারের পুত্র তরিকুল সরদার। বিষয়টি তৈয়ব আলী সরদারের কাছে বিচার দেয়ায় সে ক্ষিপ্ত হয়। এনিয়ে বৃহস্পতিবার রাতে উভয়পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষে ১২ জন আহত হয়। গুরুত্বর আহত তৈয়ব আলী সরদার, মনজুর সরদার, খোকন সরদার, মোক্তার সরদার, সেলিনা বেগম, মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম জানান, এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।