সাংবাদিকরা কখনো অন্যায়ের কাছে মাথা নোয়াবেনা।। বিরামপুর প্রেসক্লাবের ভিত্তি প্রস্তুর উদ্বোধন অনুষ্ঠানে এমপি শিবলী সাদিক
- আপডেট টাইম : ০২:০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
- / ১৩৪ ৫০০০.০ বার পাঠক
৮ নভেম্বর বুধবার বিকেলে পাঁচটায় প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৬ বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট আসনের মাটি ও মানুষের প্রাণের নেতা শিবলী সাদিক এমপি।
বিরামপুর প্রেসক্লাব আয়োজিত ও ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি এএসএম আলমগীরের সঞ্চালনায় বিরামপুর কলেজ বাজার এলাকার দিনাজপুর ঘোড়াঘাট প্রধান সড়ক সংলগ্ন প্রেসক্লাব এর ভিত্তি প্রস্তুর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার, জাতীয় সংসদ শিবলী সাদিকের ঘনিষ্ঠ সহযোগী আলহাজ্ব আজিজুল ইসলাম, ব্যক্তিগত সহকারী শ্রীমান সরেন, বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ(ভার:)অদ্বৈত্য কুমার অপু, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাউল হক, কাটলা ইউপি চেয়ারম্যান ইউনুস আলী, দিওড় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল, উপজেলা যুবলীগ সভাপতি মোস্তফা কামাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা যুবলীগ সাবেক সাধারন সম্পাদক মাহাবুব আলম বকুল প্রমুখ সহ বিরামপুর উপজেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবর্গ।
মিডিয়া বান্ধব প্রধান অতিথি শিবলী সাদিক এমপি বিরামপুর প্রেসক্লাবের ভিত্তি প্রস্তুর উদ্ভোদন শেষে ছোট্ট পরিসরে এক আলোচনা সভায় সাংবাদিকদের সকল প্রকার সহযোগিতার প্রতিশ্রুতি প্রদানের অঙ্গিকার ব্যক্ত করে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। দেশের সার্বিক উন্নয়ন, সমস্যা ও সম্ভানা নিয়েই তাঁরা কাজ করে থাকেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের সেবায় আত্ননিবেদিত থেকে সত্যেকে তুলে ধরেন। এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সাংবাদিক গন সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার ও প্রকাশে অগ্রনী ভুমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করছি। অন্যায় ও মিথ্যার কাছে এই প্রেসক্লাবের কোন সাংবাদিক মাথা নোয়াবেনা বলে আমি বিশ্বাস করি। তিনি দলও মত নির্বিশেষে দেশ ও অত্র এলাকার সকল মানুষের কল্যানে সকল কলম সৈনিকদের এক হয়ে কাজ করার আহবান জানিয়ে প্রেসক্লাব সভাপতির হাতে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন।
এ সময় বিরামপুর প্রেসক্লাবের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।