সংবাদ শিরোনাম ::
তাহের সাইক্লিং ক্লাবের শুভ উদ্বোধন
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৯:৫৯:৩০ পূর্বাহ্ণ, শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০২১
- / ৩৬১ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
‘সুস্থ দেহে সুন্দর মন’ এই স্লোগানকে সামনে রেখে আহমদীয়া মুসলিম যুব সংগঠনের উদ্যোগে তাহের সাইক্লিং ক্লাবের শুভ উদ্বোধন করলেন আহমদীয়া মুসলিম জামাতের জাতীয় আমীর ও আহমদীয়া যুব সংগঠন বাংলাদেশের প্রধান মুহাম্মদ জাহেদ আলী।
আহমদীয়া মুসলিম যুব সংগঠন মজলিস খোদ্দামুল আহমদীয়া বাংলাদেশের উদ্যোগে ৬ ফেব্রুয়ারি ২০২১ সকাল ৮টায় রাজধানী ঢাকার হাতিরঝিলে `সুস্থ দেহে সুন্দর মন’ এই স্লোগানকে সামনে রেখে তাহের সাইক্লিং ক্লাবের শুভ উদ্বোধন করেন আহমদীয়া মুসলিম জামাতের জাতীয় আমীর আলহাজ্জ মওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী ও আহমদীয়া যুব সংগঠন বাংলাদেশের প্রধান মুহাম্মদ জাহেদ আলী। এ সময় সংগঠনের আরো অন্যান্য নেতৃৃবন্দ উপস্থিত ছিলেন।
সাইক্লিং ক্লাবের উদ্বোধনকালে আহমদীয়া জাতীয় আমীর বলেন-এই তাহের সাইক্লিং ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধনের একটি বড় উদ্দেশ্য রয়েছে। এর উদ্দেশ্যের সারাংস হচ্ছে সুস্থ দেহে সুন্দর মন। আহমদীয়া মুসলিম জামাতের বর্তমান খলিফা বিভিন্ন অনুষ্ঠানে আহমদীদেরকে স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখতে বলেছেন। যারা শিশু-কিশোর তাদেরকে বলেছেন তারা যেন ভিডিও গেমস না খেলে এমন খেলা খেলে যেটিতে দৈহিক গঠন বৃদ্ধি পায়। যুবকদের বলেছেন সাইকেল চালাতে। তাই আমরা এই সাইক্লিং ক্লাবের উদ্বোধন করলাম। আহমদীয়া যুব সংগঠনের প্রধান বলেন- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন উত্তম এবং আল্লাহর কাছে বেশি প্রিয়।’ মহানবী (সা.) এর এই হাদিসের আলোকে আমরা চাই আমাদের প্রত্যেক যুবক যেন সুস্বাস্থ্যের অধিকারী আর এজন্য নিয়মতি খেলাধুলা ও শরীর চর্চা করে।
শেষে সাইক্লিং ক্লাবের সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
আরো খবর.......