ব্রাহ্মণবাড়িয়া হতে ৩৪ কেজি গাজা একটি পিকআপ সহ (২) মাদক ব্যবসায়ী আটক,র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প
- আপডেট টাইম : ০৫:১৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ৩১৩ ৫০০০.০ বার পাঠক
তারিখ ঃ ২৮ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ।
ব্রাহ্মণবাড়িয়ার সদর হতে ৩৪ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ০১টি পিকআপ’সহ ০২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।
২৮ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ তারিখ রাত ১৯.০০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন সুহিলপুর সাকিনস্থ জনতা ব্যাংকের সামনে সিলেট-কুমিল্লা সড়কের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ পায়েল মিয়া (২৫), পিতা-চাঁন মিয়া, সাং-মেড্ডা, ২। মোঃ আলিফ খন্দকার রনি, পিতা-মৃত আলম খন্দকার, সাং- ঘাটুরা, উভয় থানা ও জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে আটক করেন। এসময় ধৃত আসামীদ্বয়ের দখলে থাকা ০১ টি পিকআপ তল্লাশী করে ৩৪ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।