ব্রাহ্মণবাড়িয়া হইতে ৭২ কেজি এক মাদক ব্যবসায়ী আটক
- আপডেট টাইম : ০৮:৩১:০৮ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৮৩ ৫০০০.০ বার পাঠক
তারিখ ঃ ২৪ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ।ব্রাহ্মণবাড়িয়ার সদর হতে ৭২ কেজি মাদকদ্রব্য গাঁজা’সহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।
২৪ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ তারিখ রাত ০২.০০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন সুলতানপুর সাকিনস্থ বিএম অটোগ্যাস ফিলিং ষ্টেশনের সামনে সিলেট-কুমিল্লা সড়কের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ সাগর মিয়া (২৭), পিতা-মৃত রানু মিয়া, সাং-কালামুড়িয়া, থানা-কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে আটক করেন। এসময় ধৃত আসামীর দখলে থাকা ০১ টি সিএনজি তল্লাশী করে ৭২ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।