ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
ফরজ বিধান পর্দা যেখানে নাই, সেখানে রহমত নাই -ছারছীনার পীর ছাহেব ভ্যাট ও শুল্ক কমানোর দাবিতে ঠাকুরগাঁওয়ে রেস্তোরা মালিক, শ্রমিকের মানববন্ধন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় বিএনপির মহাসচিব বরাবর লিখিত অভিযোগ! ব্যাংক খাত ধ্বংসের শুরুটা হয় এসকে সুরের হাত দিয়ে গ্যাস-সংকটে চট্টগ্রামে দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতা মাত্র ১০০ মিলিয়ন ঘনফুট হলে নতুন বিনিয়োগ বাড়বে ঢাকা রাজধানী শাজাহানপুর ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে পুলিশ গাজীপুরে প্রতিবেশীদের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত দুই: তদন্তে পুলিশ নাসিরনগরে মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও সামাজিক উন্নয়ন বিষয়ক এ্যাডভোকেসী সভা ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত অফিস থেকে যুবকের মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশী আটক

নবীনগরে পুলিশের উপর গুলির ঘটনায় বাবা-ছেলেসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : ০৪:৪৭:৩৭ অপরাহ্ণ, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • / ১৬০ ৫০০০.০ বার পাঠক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশকে গুলি করে ছিনিয়ে নেওয়া আসামি ও তার ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে গাজীপুরের টঙ্গী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের বাসিন্দা মন্নাফ ওরফে মনেক (৫০), তার ছেলে শিপন (৩০) ও তাদের সহযোগী শরীফুল।সূত্রে জানা যায়, সোমবার সকালে গোপন খবরের ভিত্তিতে আসামি মনেক ও তার ছেলে শিপনকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। পরে এ সংবাদ পেয়ে তার ছেলে শিপনসহ কয়েকজন দুদিক থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একই সাথে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে মনেকসহ হামলাকারীরা পালিয়ে যান। এ সময় হামলাকারীদের গুলিতে নবীনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোহেল ও উপপরিদর্শক (এসআই) রনি গুলিবিদ্ধ হন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, সোমবার সকালে গোপন খবরের ভিত্তিতে বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নিয়ে অভিযান অব্যাহত আছে।তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত মনেক ডাকাতি, চুরি, হত্যা, ধর্ষণসহ ১৫টি মামলা ও তার ছেলে শিপন ডাকাতি-মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নবীনগরে পুলিশের উপর গুলির ঘটনায় বাবা-ছেলেসহ গ্রেফতার ৩

আপডেট টাইম : ০৪:৪৭:৩৭ অপরাহ্ণ, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশকে গুলি করে ছিনিয়ে নেওয়া আসামি ও তার ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে গাজীপুরের টঙ্গী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের বাসিন্দা মন্নাফ ওরফে মনেক (৫০), তার ছেলে শিপন (৩০) ও তাদের সহযোগী শরীফুল।সূত্রে জানা যায়, সোমবার সকালে গোপন খবরের ভিত্তিতে আসামি মনেক ও তার ছেলে শিপনকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। পরে এ সংবাদ পেয়ে তার ছেলে শিপনসহ কয়েকজন দুদিক থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একই সাথে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে মনেকসহ হামলাকারীরা পালিয়ে যান। এ সময় হামলাকারীদের গুলিতে নবীনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোহেল ও উপপরিদর্শক (এসআই) রনি গুলিবিদ্ধ হন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, সোমবার সকালে গোপন খবরের ভিত্তিতে বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নিয়ে অভিযান অব্যাহত আছে।তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত মনেক ডাকাতি, চুরি, হত্যা, ধর্ষণসহ ১৫টি মামলা ও তার ছেলে শিপন ডাকাতি-মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।