সরকারি কর্মীদের বকেয়া বেতন মিটিয়ে দিচ্ছে তালেবান
- আপডেট টাইম : ১২:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ২৫৬ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক রিপোর্ট।।
পাহাড়সম অর্থনৈতিক সংকটের মাঝেও আফগানিস্তানের সরকারি কর্মীদের তিনমাসের বকেয়া বেতন দেওয়া শুরু করেছে তালেবান। যুদ্ধবিধ্বস্ত দেশটির রাজস্ব আয় বাড়ায় তালেবান এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছে তালেবান। তবে কোথা থেকে এই রাজস্ব আয় বাড়ল সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি তালেবান।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার থেকে সরকারি কর্মীদের বকেয়া বেতন দেওয়া শুরু হয়েছে তালেবান।
এ ব্যাপারে শনিবার সংবাদ সম্মেলনে আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ ওয়ালি হাকমাল জানান, আজ থেকে আমরা বেতন দেওয়া শুরু করছি। প্রথম দফায় তিন মাসের বেতন মিটিয়ে দেওয়া হবে।
এদিকে, চলতি বছরের ১৫ আগস্ট তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর আফগানিস্তানের বেশির ভাগ সরকারি কর্মী এখনো কাজে ফিরতে পারেননি।
এমনকি তালেবানরা ক্ষমতা দখলের কয়েক মাস আগে থেকেই দেশটির সরকারি কর্মীরা বেতন পাচ্ছিলেন না। বিশেষ করে দেশটির গ্রামাঞ্চলের সরকারি কর্মীদের কয়েক মাস ধরে বেতন পাচ্ছিলেন না।
ব্যাংকের মাধ্যমে সরকারি কর্মীদের বেতন দেওয়া হবে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।