ফুলবাড়ীতে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালিত

- আপডেট টাইম : ০৪:৩৩:১২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / ১ ১৫০০০.০ বার পাঠক
১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩মে তারিখ টিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়।এরপর থেকেই বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা এ দিবসটি পালন করে আসছে।
তারই ধারাবাহিকতায় দিনাজপুরের ফুলবাড়ীতে ফুলবাড়ীর সাংবাদিকদের আয়োজনে ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে বিকেল ৫টায় ফুলবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক ও ফুলবাড়ীর প্রবীণ সাংবাদিক কৈলাস প্রসাদ গুপ্তের সভাপতিত্বে ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সংগঠনিক সম্পাদক কোয়ালিটি বাংলা টিভির প্রতিনিধি আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন-ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ টুডে-ভোরের পাতা প্রতিনিধি লিমন হায়দার।
এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্লোগান,‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব’।
বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী,বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ খন্দকার এ কে এম মুহিব্বুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সমন্বয়ক কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি-এশিয়ান টেলিভিশন ফুলবাড়ী প্রতিনিধি কবির সরকার,রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি ডা. সোলায়মান মন্ডল,ফুলবাড়ী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ জাকির।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম,ফুলবাড়ী অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কেএস জনি,ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সদস্য আশরাফুল ইসলাম ও রুবেল হাসান,অনলাইন প্রেসক্লাবের নাঈমুর রহমানসহ প্রমুখ সংবাদকর্মীবৃন্দ।
এই দিবসটিতে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ,বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন,স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।