ঢাকা ০৫:০২ অপরাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
দিলালপুর উচ্চ বিদ্যালয় স্কুলের সাবেক ম্যানেজিং কমিটির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ১ অক্টোবর থেকে সুপারশপে কোনো ধরনের পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ রাখা যাবে না পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিবাজদের, বিচারের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগের ওয়ারিস নাই বাংলাদেশে এখন হাল ধরবে কে হতাহতের সংখ্যা জানতে হাসপাতাল ও কবরস্থানে চিঠি দেবে ট্রাইব্যুনাল বিডিআর বিদ্রোহ, ১৭ স্পেশাল পাবলিক প্রসিকিউটরের নিয়োগ বাতিল ফুলবাড়ীতে জীবননাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন বরগুনায় পিডিবি প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন সরকারি ভূমিতে খালেদা জিয়ার ছবি ব্যবহার করে দখলচেষ্টা কালিয়াকৈরে ইকো গার্ডেইন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

রামপুরা থানায় ৮৫ কোটি টাকা মূল্যের ‘সন্দেহজনক’ সাপের বিষসহ গ্রেপ্তার পাঁচ

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৫:১৪:২৯ অপরাহ্ণ, শুক্রবার, ৮ জানুয়ারি ২০২১
  • / ৩১৯ ৫০০০.০ বার পাঠক

আরিফুল ইসলাম শামিমঃ রাজধানীর রামপুরা থানার নতুনবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৮৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করার দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)।

আজ শুক্রবার দুপুর থেকে অভিযান শুরু করে নতুনবাগের ১ নম্বর লোহার গেট এলাকার অভিযানস্থলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১২ উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মশিউর রহমান।
মোহাম্মদ মশিউর রহমান বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২ জানতে পারে রামপুরা থানার এই এলাকায় একটি চক্রের সদস্যরা বিপুল সাপের বিষ হাতবদল করছে। এমন তথ্যের ভিত্তিতে আকর্ষিক অভিযান চালানো হয়। এ সময় অন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।’

র‍্যাব অধিনায়ক বলেন, ‘গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১২ পাউন্ড সন্দেহজনক সাপের বিষ, ছয়টি টেস্টিং কিট, সিডি, একটি ম্যানুয়াল উদ্ধার করা। উদ্ধার হওয়া সাপের বিষের আন্তর্জাতিক বাজার মূল্য ১০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় ৮৫ কোটি টাকা।’
মোহাম্মদ মশিউর রহমান বলেন, ‘বিষের সঙ্গে পাওয়া ম্যানুয়াল অনুযায়ী এগুলো ফ্রান্সের তৈরি। এই বিষ চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এসেছে। এখানে লিকুইড ও ক্রিস্টাল হিসেবে পেয়েছি। এই চক্রের সদস্যরা মূলত বাহক হিসেবে কাজ করছে। তবে আমরা এই বিষের গন্তব্য জানতে তদন্ত চালিয়ে যাচ্ছি।’
র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘আমরা জানতে পেরেছি এই বিষের বিভিন্ন ধরনের অবৈধ ব্যবহার রয়েছে। পাশাপাশি মদক ও ওষুধ তৈরির কাজে ব্যবহৃত হতো।’
উদ্ধার করা এসব সাপের আসল কি না বা কোনো পরীক্ষা করা হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ মশিউর রহমান বলেন, “আমরা যেসব প্রমাণ পেয়েছি তাতে সাপের বিষ ধরা হচ্ছে। তবে আমরা ‘সন্দেহজনক’ বিষ হিসেবে উল্লেখ করছি।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রামপুরা থানায় ৮৫ কোটি টাকা মূল্যের ‘সন্দেহজনক’ সাপের বিষসহ গ্রেপ্তার পাঁচ

আপডেট টাইম : ০৫:১৪:২৯ অপরাহ্ণ, শুক্রবার, ৮ জানুয়ারি ২০২১

আরিফুল ইসলাম শামিমঃ রাজধানীর রামপুরা থানার নতুনবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৮৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করার দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)।

আজ শুক্রবার দুপুর থেকে অভিযান শুরু করে নতুনবাগের ১ নম্বর লোহার গেট এলাকার অভিযানস্থলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১২ উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মশিউর রহমান।
মোহাম্মদ মশিউর রহমান বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২ জানতে পারে রামপুরা থানার এই এলাকায় একটি চক্রের সদস্যরা বিপুল সাপের বিষ হাতবদল করছে। এমন তথ্যের ভিত্তিতে আকর্ষিক অভিযান চালানো হয়। এ সময় অন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।’

র‍্যাব অধিনায়ক বলেন, ‘গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১২ পাউন্ড সন্দেহজনক সাপের বিষ, ছয়টি টেস্টিং কিট, সিডি, একটি ম্যানুয়াল উদ্ধার করা। উদ্ধার হওয়া সাপের বিষের আন্তর্জাতিক বাজার মূল্য ১০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় ৮৫ কোটি টাকা।’
মোহাম্মদ মশিউর রহমান বলেন, ‘বিষের সঙ্গে পাওয়া ম্যানুয়াল অনুযায়ী এগুলো ফ্রান্সের তৈরি। এই বিষ চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এসেছে। এখানে লিকুইড ও ক্রিস্টাল হিসেবে পেয়েছি। এই চক্রের সদস্যরা মূলত বাহক হিসেবে কাজ করছে। তবে আমরা এই বিষের গন্তব্য জানতে তদন্ত চালিয়ে যাচ্ছি।’
র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘আমরা জানতে পেরেছি এই বিষের বিভিন্ন ধরনের অবৈধ ব্যবহার রয়েছে। পাশাপাশি মদক ও ওষুধ তৈরির কাজে ব্যবহৃত হতো।’
উদ্ধার করা এসব সাপের আসল কি না বা কোনো পরীক্ষা করা হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ মশিউর রহমান বলেন, “আমরা যেসব প্রমাণ পেয়েছি তাতে সাপের বিষ ধরা হচ্ছে। তবে আমরা ‘সন্দেহজনক’ বিষ হিসেবে উল্লেখ করছি।