পাইকগাছার কাটিপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি গৃহকর্তাকে বেঁধে রেখে দুই লক্ষাধিক টাকার মালামাল লুট
- আপডেট টাইম : ০৩:০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- / ২৬১ ৫০০০.০ বার পাঠক
শেখ সিরাজুল ইসলাম।। পাইকগাছার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়ায় (২৫)শে আগষ্ট বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ভূক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত আনুমানিক মানিক (১২) টার দিকে কাটিপাড়া গ্রামের মৃত হরিপদ দাশের পুত্র কুমার দাশের বাড়ির পিছনের জানালার লোহার রড ভেঙে ডাকাত দল ঘরের ভিতরে প্রবেশ করে। ডাকাত দল ঘরে প্রবেশ করে প্রথমে ঘরে থাকা কুমার দাশ (৬৫) সহ স্ত্রী ও পুত্র নয়ন ( ১৪) কে রশি দিয়ে বেঁধে ফেলে এবং কোন প্রকার সাড়া শব্দ করলে প্রানে মারার হুমকি দিয়ে ঘরে থাকা মালামাল লুঠ করে নিয়ে যায়।
এ সময় ডাকাতদল কুমার দাশের বাড়িতে ব্যবহারিত তিনটি মোবাইল কেড়ে নেয় এবং কুমার দাশের স্ত্রীর কাছে থাকা স্বর্ণের দুল ও নগত পাঁচ হাজার টাকা নিয়ে নেয়। কুমার দাশের প্রতিবেশি অমিত দাশের বাড়িতে গত দুই বছর পূর্বে ডাকাতির ঘটনা ঘটেছিল। পুনরায় ডাকাতির ভয়ে অমিত দাশ তার মুল্যবান জিনিসপত্র কুমারের বাড়িতে রেখে যায়, যার আনুমানিক মূল্য এক লক্ষ সত্তর হাজার টাকা।
অমিত দাশের মূল ব্যবসা গার্মেন্টস। তিনি রাড়ুলী ইউনিয়ন সাবেক ছাত্র লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য অনিমেষ দাশের বাবা। তার ব্যবসায়িক মালামাল শাড়ী যার মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা। এছাড়া পিতল কাঁশার থালা বাসন ও রুপার তৈরী অলংকার ডাকাতির ভয়ে কুমার দাশের বাড়ির দ্বিতলায় বাক্সের মধ্যে তালাবন্ধ অবস্থায় মজুত রেখেছিলেন। উল্লেখিত সকল মালামাল ডাকাত দল লুট করে নিয়ে গেছে এমনটা দাবী করছেন কুমার দাশ। তবে বাড়িতে ডাকাতির ঘটনায় কুমার দাশ মামলা করতে রাজি নন বলে জানা গেছে। বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা করতে রাজি না হওয়ায় ঘটনাটি রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে।
তবে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, কাটিপাড়া গ্রামে বেশিরভাগ বাড়ি গভীর বাগানের মধ্যে হওয়ার কারণে আমরা কাটিপাড়ার মানুষ সবসময় ভীতিকর অবস্থায় জীবন যাপন করি।
এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে রাড়ুলী পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে।