বিশেষ প্রতিনিধি।।
গাজিপুর মহানগর ২ নং ওয়ার্ডে কাউন্সিলর মোন্তাজ উদ্দিন মোন্তা,করোনার টিকা দিতে বিতর্কে জড়িয়ে প্রশ্ন বিদ্ধ।বিএন পি থেকে আওয়ামী লীগ দলে এসে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বিতর্কে জড়িয়ে দলীয় ভাবমূর্তি নষ্ট করে চলেছেন।তিনি সরকার প্রদত্ত মহামারী করোনার টিকা নিজ ওয়ার্ডের মধ্যে প্রদান না করে,বিভিন্ন শিল্প কারখানায় পাঠিয়েছেন,এমন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে জানাজানি হলে,ম্যাজিষ্টেটের সমন্বয়ে সো কেজ হইছে এমনটাই গুন্জন সোনা যাচ্ছে।কাউন্সিলর মোন্তা বিগত.দিনে কে এ সি শিল্প কারখানায় সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে এক ব্যাক্তিকে পঙ্গু করে দিয়েছেন,উক্ত বিষয় নিয়ে আদালতে একটি মামলাও চলমান,বিগত দিনে একাধিক মামলা ও বহু বিতর্কে জড়িয়ে দলের ভাবমূর্তি নষ্ট করে চলেছেন,বিগতদিনে দৈনিক সরোজমিন বার্তায় প্রকাশিত হয়েছিলো বি এন পির মোন্তার গায়ে এখন মুজিব কোট,একের পর এক তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ হলেও,কোনো এক অদৃশ্য শক্তি খাটিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মত চলেন তিনি,বর্তমান নিবেদিত আওয়ামী লীগেরা,কাউন্সিলর মোন্তার বার বার বিতর্কে জড়ানোর বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন,তার বিগত পরিচয় বিএনপি তবে তিনি প্রকাশ্য চলাচল করেন বি এন পি নেতাকর্মীদের সাথে,তার সকল কার্য পরিচালনা করেন বি এন পি সমর্থীত লোকজনে।দলীও সকল জিনিষ পত্র দলের লোক পাওয়ার আগেই দিয়ে থাকেন বি এন পি জামাত সমর্থীত লোকজনকে।এমন বিতর্কিত বিরোধী দলের প্রেতাত্মাকে অনতিবিলম্বে অপসারন চায় এলাকাবাসী,তার সকল অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সঠিক পর্যবেক্ষন করে ব্যবস্থা গ্রহন করতে আওয়ামী লীগের উদ্ধতন নেতাকর্মীদের প্রতি অনুরোধ করেন এলাকার শিশু বৃদ্ধা ময়মুরুব্বি সহ সকল শ্রেনী পেশার মানুষ।
সংবাদ শিরোনাম ::
গাজীপুর মহানগর ২ নং ওয়ার্ডের বিতর্কিত কাউন্সিলর মোন্তা আবারো প্রশ্ন বিদ্ধ
-
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০২:১৪:৫২ অপরাহ্ণ, সোমবার, ১৬ আগস্ট ২০২১
- ২৩৬ ০.০০০ বার পাঠক
আরো খবর.......
জনপ্রিয় সংবাদ