বাংলাদেশ প্রেসক্লাব আশুলিয়া থানা শাখার সভাপতি বাবুল আহম্মেদের ফেইসবুক আইডি হ্যাক করেছেন কুচক্রী মহল
- আপডেট টাইম : ১১:১৪:৪৫ পূর্বাহ্ণ, রবিবার, ৮ আগস্ট ২০২১
- / ২৫৩ ৫০০০.০ বার পাঠক
মোঃ আকরাম হোসেন।।
বাংলাদেশ প্রেসক্লাব আশুলিয়া থানা শাখার সভাপতি বাবুল আহম্মেদের নিজস্ব ফেইসবুক আইডি হ্যাক করে রেখেছেন কুচক্রী মহল,উক্ত বিষয়ে ০৮/০৮/২০২১ রবিবার আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি লিখিত সাধারণ ডায়েরি জিডি করেছেন,যাহার জিডি নং(৪৬৫)জিডি পর্যবেক্ষনের দায়িত্বে আছেন আশুলিয়া থানার চৌকশ অফিসার আসওয়াদুর রহমান,তিনি বলেন অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে,ফেইসবুক আইডি ফিরিয়ে আনতে অনতিবিলম্বে সকল রকম ব্যবস্থা গ্রহন করা হবে,জিডিতে উল্লেখ করেছেন,কুচক্রী মহল হ্যাকারে আমার Babul Ahmed আইডিটি সম্পূর্ণ তাদের দখলে নিয়ে রাখছেন,বর্তমান আমার আইডি দিয়ে কোনো প্রকার অনৈতিক কার্যকলাপ ও রাষ্ট্র বিরোধী স্টাটাস দিলে আমি দায়ি নহে।উক্ত হ্যাকার কে ধরিয়ে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় সকলের নিকট অনুরোধ করেন,বাবুল আহমেদ বলেন আমি আইনের প্রতি সম্মান জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি,আশাকরি অনতিবিলম্বে দুষ্কৃত হ্যাকারের কবল থেকে নিজ আইডি ফেরত পাবো,প্রশাসনের প্রতি বিশ্বাস আস্থা রেখেছি কুচক্রী মহলকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করি।