বিদেশে গিয়ে ‘ঝগড়া’ দুশ্চিন্তায় ভুগছেন মেহজাবীন
- আপডেট টাইম : ১০:৩১:৪১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
- / ১২৯ ৫০০০.০ বার পাঠক
যুক্তরাষ্টে ছুটি কাটাতে গিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। যদিও তাকে সব সময় হাসিখুশি থাকতেই দেখা যায়। কিন্তু হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। যা দেখে ভক্তরা রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। অনেকে এ অভিনেত্রীকে কমেন্ট বক্সে সান্তনা দিচ্ছেন।
মঙ্গলবার (২ জুলাই) ফেসবুকে রাস্তার পাশে এক রেস্টুরেন্ট বসা একটি ছবি পোস্ট করেছেন। পোস্টের ক্যাপশনে জানান, বিদেশে গিয়ে পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলোই মিস করছেন তিনি।
মেহজাবীন লিখেছেন, ‘যখন আমি বাসায় থাকি এবং আমার রুমের বাইরে ঝগড়া ও ছোটখাটো তর্কের শব্দ শুনে জেগে উঠি, তখন সাধারণত আমি বিরক্ত হই। কিন্তু এখন অনেক দিন ধরে দেশে না থাকায়, আমি শুধু এই মুহূর্তগুলোই মিস করছি।’
এ অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমার ভাইবোনদের অযথা চিৎকার, আমার বাবা-মায়ের জোরে হাসি বা তুচ্ছ বিষয়ে তর্ক করা। আমি বুঝতে পারছি যে আমার পরিবারের কথাবার্তা, হাসি বা ঝগড়ার শব্দে জেগে ওঠা সম্ভবত পৃথিবীর সেরা অনুভূতি।