সুখ ও সমৃদ্ধির প্রত্যাশায় ক্রিকেটারদের ঈদ বার্তা

- আপডেট টাইম : ০৮:২৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
- / ৪ ৫০০০.০ বার পাঠক
ছবি: সংগৃহীত
আজ (সোমবার) সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সে উপলক্ষ্যে ছুটিতে আছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। পরিবারের সঙ্গে ঈদের আনন্দে মেতেছেন তারা। উৎসবমুখর পরিবেশের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ঈদ বার্তা জানিয়েছেন তামিম-তাসকিনরা।
বাবা ও সন্তানের সঙ্গে ঈদের ছবি ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তিনি লিখেছেন, ‘আসসালামুআলাইকুম, সবাইকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক টু এভরিওয়ান।’
পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করে লিটন দাস লিখেছেন, ‘আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আশা করি এই উপলক্ষ আমাদের সবাইকে আরও বিনয়ী ও একে অপরের প্রতি সহায়ক হতে সাহায্য করবে। আমরা সবাই মিলে শান্তিপূর্ণ পৃথিবী গড়তে পারি।’
জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।’
নিজের গ্রামের বাড়ি বগুড়াতে ঈদ উদযাপন করছেন তরুণ টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়। বাবার সঙ্গে ছবিটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে হৃদয় লিখেছেন, ‘দেশের মাটিতে আছি, গ্রামের ঈদগাহে নামাজ আদায় করলাম, বাবা-মায়ের হাসিমুখ দেখতে পেলাম; এক জীবনে আর কি লাগে!! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে। আল্লাহ আপনার এবং আপনার পরিবারের ওপর রহমত নাজিল করুক। আল্লাহু আকবার, ঈদ মোবারক।’
সম্প্রতি হার্ট অ্যাটাক করেছেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি। ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন, ‘এই ঈদে আল্লাহ আপনার সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক। ঈদ মোবারক।’