জামালপুর জেলাধীন মাদারগন্জ উপজেলার হাজরাবাড়িতে পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে সাবেক প্রধানমন্ত্র ও বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (১০ জানুয়ারি) সময় বাদ আছর হাজরাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক জামালপুর-৩ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল , বাবুলের সহধর্মিনী তুহীন আক্তার শিউলী,হাজরাবাড়ী পৌর বিএনপি’র সভাপতি ইসমাইল হোসেন, মেলান্দহ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মন্জুরুল কবির মন্জু, হাজরাবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ তালাত মাহমুদ ,সিনিয়র সহ-সভাপতি সুরুজ্জামান বেপারী, সিনিয়র যুগ্ম সম্পাদক মোসলেম উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রুকনুজ্জামান , ফুলকোচা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান মামুনসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১০.০১.২০২৬
প্রিন্ট
মোহাম্মদ নজরুল ইসলাম,জামালপুর: 




















